Home বিনোদন লালগালিচায় উর্বশী, অনিশ্চয়তায় আলিয়া, অপেক্ষায় ঐশ্বরিয়া

লালগালিচায় উর্বশী, অনিশ্চয়তায় আলিয়া, অপেক্ষায় ঐশ্বরিয়া

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ফ্রান্সের রিভেরায় শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। বরাবরের মতোই উৎসবমুখর পরিবেশ, লালগালিচায় বিশ্বসেরা তারকাদের উপস্থিতি আর ফ্যাশনপ্রেমীদের আগ্রহে উৎসব পেয়ে গেছে আলাদা মাত্রা।

বলিউডের তারকাদের মধ্যেও প্রতিবছর এই উৎসব নিয়ে থাকে আলাদা উত্তেজনা। এ বছর কে কে অংশ নিচ্ছেন তা ঘিরে শুরু থেকেই ছিল গুঞ্জন। ইতোমধ্যে ফ্রান্সে পৌঁছেছেন মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। তিনি বেশ কয়েকবার কানের লালগালিচায় অংশ নিয়েছেন এবং তার সাজপোশাক নিয়ে বরাবরই আলোচনায় থাকেন।

তবে এবারের আলোচনার কেন্দ্রে অভিনেত্রী আলিয়া ভাট। প্রাথমিকভাবে ঠিক ছিল, কান উৎসবের প্রথম দিনেই লালগালিচায় হাঁটবেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভারত ও পাকিস্তানের বর্তমান রাজনৈতিক উত্তেজনার কারণে আলিয়া কানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কানের ৭৮তম আসরে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ছবি সংগৃহীত

সূত্রটি জানায়, “দেশের পরিস্থিতি এখন অস্থির। এই সময় আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া যুক্তিসঙ্গত নয় বলে মনে করছেন আলিয়া।” তবে পুরোপুরি সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে হয়তো শেষদিকে কানে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, বলিউডের প্রবীণ অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের অংশগ্রহণ নিয়ে এবারও রয়েছে আগ্রহ। ২০০২ সাল থেকে কান উৎসবের নিয়মিত মুখ তিনি। গত বছর তার পরিধান করা কালো-সোনালি গাউন নিয়ে খুব একটা আলোচনার জন্ম হয়নি। তাই এ বছর তার সাজে নতুনত্ব দেখা যাবে কি না—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মাঝে।

উৎসবের শুরুতেই দক্ষিণ এশীয় তারকাদের এই উপস্থিতি ও অনুপস্থিতি একদিকে যেমন বিশ্বমঞ্চে ভারতীয় ফ্যাশনের প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে ধরছে, অন্যদিকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের ছায়াও ফেলছে এই সংস্কৃতিক আয়োজনে।