বিনোদন ডেস্ক:
কান চলচ্চিত্র উৎসবে রীতিমতো বিভ্রান্তি ছড়াল এক জোড়া রোমাঞ্চকর জুটিকে ঘিরে বিশ্বমাধ্যমে তাঁদের চিনে ফেলা হয় প্রযুক্তি দুনিয়ার তারকা দম্পতি জেফ বেজোস ও তাঁর বাগদত্তা লরেন সাঞ্চেজ হিসেবে। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, লালগালিচায় হাঁটা ওই ব্যক্তিদ্বয় আদতে কেউই ছিলেন না বেজোস বা সাঞ্চেজ!
ঘটনার সূত্রপাত হয় উৎসবের লালগালিচায়, যেখানে এক টাকমাথা পুরুষ এবং এক ঘন কালো চুলের ব্রুনেট নারী প্রবেশ করেন বেশ ঘটা করে। পুরুষটি কালো স্যুট ও অ্যাভিয়েটর স্টাইলের সানগ্লাসে বেজোসের সঙ্গে মিলে যায় অনেকটাই। আর নারীটির পোশাক, সানগ্লাস ও রূপসজ্জাও যথেষ্ট মিল খুঁজে দেয় সাঞ্চেজের সঙ্গে—বিশেষ করে ২০২৪ সালের মেট গালায় সাঞ্চেজ যেই গাউন পরেছিলেন, এই নারী পরেছিলেন প্রায় তার মতোই একটি সাদা-কালো স্ট্র্যাপলেস পোশাক।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থা এই জুটির ছবি ‘Jeff Bezos and Lauren Sánchez’ হিসেবে ছড়িয়ে দেয়, যা নিয়ে পরে শুরু হয় বিতর্ক। ছবি খুঁটিয়ে দেখার পর বোঝা যায় এঁরা বেজোস-সাঞ্চেজ নন। তবে তাঁরা ইচ্ছাকৃতভাবে সেলিব্রিটি জুটিকে নকল করেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
তবে আসল জেফ বেজোস ও লরেন সাঞ্চেজ চলতি বছর কান উৎসবে অংশ নিচ্ছেন, কারণ গ্লোবাল গিফট ফাউন্ডেশন আয়োজিত দাতব্য অনুষ্ঠানে ইভা লংগোরিয়া সাঞ্চেজকে “উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করবেন।
লরেন সাঞ্চেজ, যিনি জলবায়ু ন্যায়ের পক্ষে কাজ করেন বেজোস আর্থ ফান্ড এর মাধ্যমে এবং This Is About Humanity সংস্থার মাধ্যমে সামাজিক ন্যায়ের প্রচার চালান, এবার এই উৎসবে সম্মানিত হচ্ছেন নারী অধিকার রক্ষার প্রচেষ্টার জন্য।
উৎসব শুরুর আগে থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কানের উপকূলে একটি বিলাসবহুল ইয়টের ছবি, যা অনেকে ধারণা করছেন বেজোসের ৫০০ মিলিয়ন ডলারের ইয়ট। গত বছর এই ইয়টেই তাঁরা তাঁদের বাগদান উদযাপন করেছিলেন।
জুন মাসে তাঁদের বিয়ের পরিকল্পনা রয়েছে। এর আগে লরেন সাঞ্চেজ বিতর্কে এসেছিলেন ‘অল-উইমেন ব্লু অরিজিন মিশনে’ নেতৃত্ব দিয়ে, যেখানে তাঁর সঙ্গে থাকার কথা রয়েছে কেটি পেরি এবং গেইল কিং-এর মতো সেলিব্রিটিদেরও।