Home বিনোদন কান উৎসবে ছিমছাম বনাম চমকপ্রদ সাজ

কান উৎসবে ছিমছাম বনাম চমকপ্রদ সাজ

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্রের থেকেও যেন ফ্যাশনের প্রদর্শনীর রূপ নেয় প্রতি বছর ‘কান চলচ্চিত্র উৎসব’। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তারকারা তাঁদের পোশাক-আশাক ও সাজসজ্জা দিয়ে এই উৎসবের রঙ আরও বাড়িয়ে দেন। এ বছর ৭৮তম কান উৎসবেও ব্যতিক্রম হয়নি। বরং শুরু থেকেই আলোচনায় এসেছে তারকাদের রেড কার্পেটের সাজ। নতুন কিছু ড্রেস কোডের নির্দেশনা থাকা সত্ত্বেও কেউ তা মেনে চলেছেন, কেউবা আবার সীমারেখা টপকেছেন।

প্রশংসিত ছিমছাম সাজ

নাভা মাউ, যিনি নিজেই একজন রূপান্তরিত নারী এবং ‘বেবি রিন্ডিআর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত, এ বছর হাজির হয়েছিলেন মাল্টি-টায়ার্ড অফ শোল্ডার সাদা বর্ডার দেওয়া একটি গাউনে। গলায় হীরের নেকলেস, কানে বড় দুল ও বান খোঁপা সব মিলিয়ে তাঁর চেহারায় ছিল শালীন অথচ আকর্ষণীয় উপস্থিতি।

বেলা হাদিদ এবারের নিয়মকানুন মাথায় রেখে বেছে নিয়েছেন কালো কাস্টম লরেন্ট গাউন। কানে হীরার দুল, হালকা সাজ আর ছিমছাম হেয়ারস্টাইল এই সংযত উপস্থিতি অনেককেই মুগ্ধ করেছে।

ইরিনা শাইক, অস্ট্রেলিয়ান মডেল, কান-এর প্রথম দিনে হাজির হয়েছিলেন কালো অফ শোল্ডার টপ আর মাল্টি লেয়ার্ড স্কার্টে, যেখানে ছিল সাদা পোলকা ডটের কারুকাজ। কানে কমলা রঙের দুল ও টপ-নট খোঁপা ছিল পরিপাটি এবং রুচিশীল।

পায়েল কাপাডিয়া, গত বছরের গ্রাঁ পি জয়ী ভারতীয় পরিচালক, এ বছর রয়েছেন উৎসবের জুরি হিসেবে। রেড কার্পেটে তিনি হেঁটেছেন ডিজাইনার অর্জুন সালুজার বানানো স্যুটে। সঙ্গে ছিল সিলভার হার—এই ফিউশন সাজে তিনি ফ্যাশন বোদ্ধাদের নজর কেড়েছেন।

হ্যালি বেরি, যাঁর প্রতিটি রেড কার্পেট চেহারাই থাকে চর্চার কেন্দ্রে, এবার বেছে নিয়েছেন সাদা-কালো স্ট্রাইপ দেওয়া হল্টার নেক গাউন। যদিও পোশাকের পিছনের তুলোর গোলাপি বল দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন তিনি বুঝি ব্যাকপ্যাক এনেছেন!

সমালোচিত নাটকীয় সাজ

উর্বশী রাউতেলা আবারও আলোচনায় তবে নেতিবাচকভাবে। অফ শোল্ডার গাউনের রঙিন ঝলক, রেট্রো চুল বাঁধা, চোখে গাঢ় নীল আইশ্যাডো, চড়া মেকআপ আর বহুমূল্য ক্লাচ—সব মিলিয়ে অনেকেই বলেছেন এটি ‘জঘন্য সাজ’। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি নিয়ে কটাক্ষের ঝড় বইছে।

জুলিয়া গার্নার, সমাজমাধ্যমে প্রভাবশালী এক মুখ, পরেছিলেন গুচির স্বচ্ছ লং সিক্যুইন গাউন। যদিও পোশাক নিয়ম ভঙ্গ করেননি, কিন্তু স্বচ্ছ পোশাকে শরীরের রেখা স্পষ্ট হওয়ায় অনেক ফ্যাশন সমালোচকের চোখে পড়েছে বিতর্কের ছায়া।

ইভা লিঙ্গারিয়া-র সাজ নিয়ে কেউ কেউ লিখেছেন, “পোশাক নয়, যেন মাছের আঁশ”। অফ হোয়াইট গাউন ও কালো ট্রেইলের মিলনে তৈরি তাঁর সাজ রেড কার্পেটে একদিকে অভিনব হলেও, অন্যদিকে তুলনা পেয়েছে সাপের খোলসের সঙ্গে।

উৎসবের নতুন বাস্তবতা

এ বছর কান উৎসব আয়োজকরা ফ্যাশন নিয়ে কিছু নিয়ম চালু করেছেন যেমন নির্দিষ্ট ধরনের স্বচ্ছতা, অতিরিক্ত বিভঙ্গ কিংবা নাটকীয় পোশাকে নিষেধাজ্ঞা। তারকারা কেউ সেই নিয়ম মেনে, কেউবা সেই সীমারেখার ধারে কাছে ঘুরে বেড়িয়েছেন।

এই আয়োজন যেন চলচ্চিত্রের চেয়ে বেশিবার ফ্যাশনের আলোচনায় উঠে আসে এ নিয়ে বহু বছর ধরেই প্রশ্ন রয়েছে। তবে ফ্যাশন ও চলচ্চিত্র যে এখানে হাত ধরাধরি করে চলে, তা এই উৎসবই সবচেয়ে ভালো করে প্রমাণ করে।