Home বিনোদন ‘হিরোইন’র ঘনিষ্ঠ দৃশ্য স্মরণে অর্জুন রামপালের মন্তব্যে তোলপাড়

‘হিরোইন’র ঘনিষ্ঠ দৃশ্য স্মরণে অর্জুন রামপালের মন্তব্যে তোলপাড়

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত জুটি কারিনা কাপুর ও অর্জুন রামপাল আবারও খবরের শিরোনামে এসেছেন। ২০১২ সালে মধুর ভান্ডারকর পরিচালিত ‘হিরোইন’ সিনেমায় প্রথমবার পর্দায় জুটি বেঁধে দর্শকের মন জয় করেছিলেন তারা। যদিও ছবির কাহিনিতে তাদের কোনো মিলন ঘটেনি, তবুও অন্তরঙ্গ দৃশ্যগুলো দর্শকদের মধ্যে গভীর ছাপ ফেলেছিল।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন রামপাল সেই অন্তরঙ্গ দৃশ্যগুলোর কথা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “কারিনার সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও মনে পড়ে তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয় করার কথা।” এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

অনেকে অর্জুনের এই মন্তব্যকে অদ্ভুত এবং অপেশাদার হিসেবে অভিহিত করেছেন। এক নেটিজেন রেডিটে লিখেছেন, “অর্জুনের এই মন্তব্য অদ্ভুত এবং অপেশাদার।” আবার কেউ বলছেন, “সেই সময় হয়তো এমন মন্তব্য করা স্বাভাবিক ছিল।” আবার কেউ মনে করছেন, অভিনেতা হয়তো নিজের কথাগুলো ভুলভাবে প্রকাশ করেছেন।

‘হিরোইন’ ছবিতে কারিনা ও অর্জুনের পাশাপাশি ছিলেন রণদীপ হুদা, মুগ্ধা গডসে ও দিব্যা দত্ত। ছবির গল্প আবর্তিত হয় মাহি (কারিনা কাপুর) নামের এক অভিনেত্রীকে কেন্দ্র করে, যিনি প্রেম ও ক্যারিয়ারে ধাক্কা খেয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেন। এই জীবনের নতুন অধ্যায়ে নতুন সঙ্গী হিসেবে আসে অর্জুন রামপাল।