শিপিং ডেস্ক:
সুইডেন ও ডেনমার্কের মধ্যবর্তী ওরেসুন্ড প্রণালীতে এক সপ্তাহের ব্যবধানে দুটি বড় বাল্ক ক্যারিয়ার জাহাজ তলদেশে পড়ায় উদ্বেগে পড়েছে সুইডিশ কর্তৃপক্ষ। সর্বশেষ ঘটনাটি ঘটে গত শনিবার। পনামা-পতাকাবাহী মেস্কা নামের ১৮০ মিটার দীর্ঘ একটি কার্গো জাহাজ ল্যান্ডস্ক্রোনার কাছেে আটকে পড়ে। ঘটনাস্থলটি প্রথম জাহাজ আটকে পড়ার জায়গা থেকে মাত্র ৪০ মাইল উত্তরে।
মেস্কা জাহাজটি স্পেনের ত্যারাগোনা বন্দর থেকে রওনা হয়ে রাশিয়ার ফিনল্যান্ড সীমান্তবর্তী ক্ষুদ্র বন্দর ভিসটসকের উদ্দেশে যাত্রা করছিল। তবে শনিবার সকাল ১০টার দিকে সুইডিশ মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল জানায়, জাহাজটি প্রধান নৌপথ থেকে সরে গিয়ে বিপজ্জনক এলাকায় প্রবেশ করে। তখনই সতর্কবার্তা পাঠানো হয়। কিন্তু ক্রুরা হয় সেই সতর্কতা উপেক্ষা করে, অথবা সময়মতো সাড়া দিতে পারেননি। মাত্র ৩ মিটার গভীরতায় জাহাজটির ৭ মিটার খসা নিয়ে সেটি পাড়ে আটকে পড়ে।
জাহাজটিতে তেল ও ব্যালাস্ট থাকলেও পণ্য ছিল না। ২৪ সদস্যের কোনো ক্রু আহত হননি। ঘটনাস্থলে দুটি উদ্ধার জাহাজ ও ডুবুরি দল পাঠানো হয়। জাহাজের নিচে দৃশ্যমান কোনো ক্ষতি না থাকলেও জাহাজটির বড় একটি অংশ বালুময় তলদেশে আটকে রয়েছে বলে ডুবুরিরা জানিয়েছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে প্রায় ৯ লাখ ৩৮ হাজার লিটার তেল ও লুব্রিকেন্ট মজুত রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো চুইয়ে পড়া বা পরিবেশগত বিপর্যয় ঘটেনি। সতর্ক অবস্থায় ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ দল ও সরঞ্জাম।
কর্তৃপক্ষ আরও জানায়, ক্রুদের মাতাল অবস্থায় থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দক্ষতা বজায় না রাখার অভিযোগে একটি প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, যা এখন সুইডিশ প্রসিকিউশন অথরিটির অধীনে রয়েছে।
মেস্কার মালিক একটি দুবাই-ভিত্তিক কোম্পানি। এখন তারা উদ্ধার পরিকল্পনা তৈরি করে অনুমোদনের জন্য জমা দেবে। কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত জাহাজটি আটকে থাকবে মালিকপক্ষের ওপর দায়িত্ব বর্তাবে।
এদিকে, গত সপ্তাহে ওরেসুন্ড ব্রিজের কাছে আরেকটি কার্গো জাহাজ আলি আয়কিন আটকে পড়ে, যার তলভাগে ক্ষতি হয় ও জাহাজটিতে পানি ঢুকে পড়ে। সেটিরও উদ্ধার পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে।
মেস্কা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের ইমিংহাম বন্দরে পরিদর্শনে ২৩টি ত্রুটি ধরা পড়ে এবং ১৮ দিন আটকে রাখা হয়। এর মধ্যে ছিল গঠনগত সমস্যা, অগ্নি নিরাপত্তা ঘাটতি ও ক্রু প্রশিক্ষণের অভাব। যদিও ২০২৫ সালের মে মাসে স্পেনে পরিদর্শনে কোনো ত্রুটি ধরা পড়েনি।
সুইডিশ কর্তৃপক্ষ এখন ওরেসুন্ড প্রণালীর নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে।
🔴 আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা, দুর্ঘটনা ও উদ্ধার তৎপরতার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।