Home Second Lead কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি কাস্টমস এজেন্টদের

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি কাস্টমস এজেন্টদের

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন। সংগঠনটি একইসঙ্গে ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিকল্প গুদাম দ্রুত চালুর আহ্বান জানিয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ বর্তমানে সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে। পরিপূর্ণ সংস্কার ছাড়া সেখানে কোনোভাবেই আমদানি কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয়।

সংগঠনটি এই অগ্নিকাণ্ডকে “পরিকল্পিত ঘটনা” বলে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করেছে। দাবিগুলো হলো—
১. ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন,
২. তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,
৩. বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন ও আধুনিকায়ন,
৪. ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ,
৫. নির্মাণাধীন নতুন আমদানি পণ্যের গুদামটি জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে চালুর উদ্যোগ গ্রহণ।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ সাময়িকভাবে বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেয়। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানায়।

আজ রোববার সকালেও কার্গো ভিলেজের চারপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো পানি ছিটিয়ে আগুনের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।