Home বিনোদন কার্তিক-অনন্যার রোম্যান্স কি পর্দার গল্প, না ফিরে এলো পুরনো প্রেম?

কার্তিক-অনন্যার রোম্যান্স কি পর্দার গল্প, না ফিরে এলো পুরনো প্রেম?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:

একসময় বলিউডের অন্দরে গুঞ্জন ছিল তুঙ্গে কার্তিক আরিয়ান আর অনন্যা পাণ্ডে প্রেম করছেন। নবীন প্রজন্মের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ কার্তিক, সুদর্শন চেহারা আর বক্স অফিস সাফল্যে ছিলেন সবার আগে। বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করেছেন তিনি। ফলে পর্দার বাইরেও কার্তিকের সঙ্গে একাধিক নায়িকার নাম জড়িয়ে গেছে বারবার।

সম্প্রতি করণ জোহরের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে এই পুরনো জুটি। ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে, অনন্যা পাণ্ডের ঠোঁটে ঠোঁট রাখছেন কার্তিক। ছবি দেখে নেটপাড়া চমকে উঠেছে। সত্যিই কি আবারও কাছাকাছি এলেন তাঁরা?

এদিকে অন্যদিকে গুঞ্জন চলছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে কার্তিকের সম্পর্ক নিয়ে। অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকী ৩’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের প্রেম নিয়ে বলিপাড়ায় জল্পনা ছড়ায়। তবে সেই গুঞ্জনের মধ্যেই হঠাৎ শ্রীলীলার ‘গায়ে হলুদে’র ছবি প্রকাশ্যে আসে। সেই ছবি দেখেই অনেকে ধরে নেন, হয়তো কার্তিকের সঙ্গে সম্পর্কে ইতি টেনেই নতুন জীবন শুরু করছেন শ্রীলীলা।

ছবি সংগৃহীত

এই আবহেই প্রকাশ্যে আসে করণ জোহরের নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা…’-র পোস্টার। যেখানে রগরগে ভঙ্গিতে দেখা যায় কার্তিক-অনন্যাকে। পাসপোর্টের আড়ালে অনন্যার ঠোঁটে চুম্বনরত কার্তিক এই দৃশ্যই ঝড় তোলে সামাজিক মাধ্যমে। করণ ছবিটি পোস্ট করে লেখেন, “সই, সিলমোহর সব হল! এই যে আমাদের রে’র রুমি।”

তবে বলিউড সূত্রে জানা যাচ্ছে, এই রোম্যান্স বাস্তব জীবনের নয়, সিনেমার গল্প। করণ জোহরের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘তু মেরি ম্যায় তেরা…’—সেই ছবিরই একটি মুহূর্ত ধরা পড়েছে ভাইরাল পোস্টারে। আসছে বছরের প্রেমদিবস, অর্থাৎ ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। বর্তমানে ইউরোপের মনোরম লোকেশনে চলছে শুটিং।

উল্লেখ্য, ২০২২ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে প্রথমবার কার্তিক-অনন্যার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন সঞ্চালক করণ জোহর। এরপর অনন্যার সঙ্গে আদিত্য রায় কাপুরের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সেই সম্পর্কও নাকি এখন অতীত।

তবে ‘তু মেরি ম্যায় তেরা…’ সিনেমার মাধ্যমে আবারও এক ফ্রেমে দেখা যাবে বাস্তব জীবনের একসময়ের ঘনিষ্ঠ এই জুটিকে। আর তা নিয়েই ভক্তদের উন্মাদনার অন্ত নেই।

 

📌 CTA (ফেসবুক-সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মের উপযোগী):
আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন।
প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, বন্ধুদেরও পড়তে দিন।
লাইক দিতে ভুলবেন না – আপনার এক ক্লিকেই পৌঁছে যাক আরও পাঠকের কাছে!
বিনোদনের হালহকিকত জানতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ!