Home পরিবেশ আকাশে ভালোবাসার ডানা, ছানাদের আগলে কালোকণ্ঠী সারস

আকাশে ভালোবাসার ডানা, ছানাদের আগলে কালোকণ্ঠী সারস

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শৈন্যা কাউন্টিতে সম্প্রতি ধরা পড়েছে প্রকৃতির এক অভাবনীয় ও হৃদয়স্পর্শী দৃশ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৭০০ মিটার উচ্চতায় অবস্থিত জলাভূমিতে কালোকণ্ঠী সারসের নতুন ছানারা জন্ম নিয়েছে, আর তাদের ভালোবাসায় আগলে রাখছে মা-বাবা সারস।

বিশেষজ্ঞদের মতে, কালোকণ্ঠী সারস চীনের অন্যতম উচ্চমাত্রায় সংরক্ষিত পাখি প্রজাতি। এদের দেখা মেলে কেবলমাত্র তিব্বত মালভূমি ও উচ্চতর জলাভূমিতে। দীর্ঘগ্রীবা, গৌরবদীপ্ত দৃষ্টি ও গাঢ় কালো গলার জন্য এই পাখিদের আলাদা করে চেনা যায়। তবে শুধু বাহ্যিক সৌন্দর্যেই নয়, এই পাখিদের পারিবারিক বন্ধন ও মাতৃত্ববোধের দৃষ্টান্ত সত্যিই দুর্লভ।

সম্প্রতি স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা যখন শৈন্যার জলাভূমিতে নজরদারির কাজ করছিলেন, তখন তাদের ক্যামেরায় ধরা পড়ে একটি হৃদয়গ্রাহী দৃশ্য—এক জোড়া কালোকণ্ঠী সারস তাদের সদ্যফোটা ছানাদেরকে ডানার নিচে নিয়ে স্নেহভরে আগলে রাখছে। ঠাণ্ডা আবহাওয়া, রুক্ষ পরিবেশ ও উচ্চতার প্রভাব উপেক্ষা করে মা-বাবা পাখির এই নিঃস্বার্থ যত্ন প্রকৃতির প্রেমিকদের চোখে জল এনে দিয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতি বছর এপ্রিল থেকে জুনের মধ্যে এই সারসগুলো ডিম পাড়ে এবং সে সময় অঞ্চলটি বিশেষভাবে সংরক্ষিত রাখা হয়, যাতে প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিশেষজ্ঞরা মনে করেন, শৈন্যার এই জলাভূমি কালোকণ্ঠী সারসের জন্য এক অনন্য আশ্রয়স্থল। সঠিক পরিবেশ ও আবাসস্থল থাকলে প্রজাতিটির সংখ্যা আগামী দিনে বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বন্যপ্রাণী সংরক্ষণের এক কর্মী বলেন, “এই দৃশ্য শুধু পাখিপ্রেমিদের জন্যই নয়, আমাদের সবার জন্য এক দুর্লভ আশীর্বাদ। এই ভালোবাসার গল্প আমাদের আরও সচেতন করে তুলবে প্রাকৃতিক পরিবেশ রক্ষায়।”

পাখিপ্রেমিদের হৃদয় ছুঁয়ে যাওয়া এই সংবাদ ইতিমধ্যেই চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই এই দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছেন, “প্রকৃতির ভালোবাসা ভাষাহীন হলেও তা গভীরতম অনুভবের কথা বলে।”

পাহাড়-ঢাকা নির্জন জলাভূমিতে এই পাখির মাতৃত্বের ছোঁয়া যেন এক নতুন জীবনের বার্তা বয়ে আনছে। পৃথিবীর উচ্চতম এক কোণে জীবনের এমন কোমল মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সবখানে, সব প্রাণের মাঝে সমানভাবে বেঁচে থাকে।