Home First Lead নজিরবিহীন সিদ্ধান্তে কাস্টমস বন্ধ, বরখাস্ত কমিশনার জাকির

নজিরবিহীন সিদ্ধান্তে কাস্টমস বন্ধ, বরখাস্ত কমিশনার জাকির

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার রাতেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে সই করেন বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

সূত্র জানায়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নিতে গত শনিবার চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে ঢাকায় চলে যান জাকির হোসেন। তিনি নিজে এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদেরও ঢাকায় পাঠিয়ে দেন। অথচ চট্টগ্রাম কাস্টম হাউস দেশের সবচেয়ে বড় কাস্টমস দপ্তর হিসেবে পরিচিত এবং দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯০ শতাংশ এখান দিয়েই পরিচালিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআরের আওতাধীন কর্মকর্তা জাকির হোসেন ২১ ও ২৮ জুন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অথচ পূর্ব নির্দেশনা অনুযায়ী ওই দিনগুলোতে কাস্টমস, ভ্যাট ও আয়করসহ সব রাজস্ব আদায় সংক্রান্ত দপ্তর খোলা রাখার সরকারি সিদ্ধান্ত ছিল। কমিশনার জাকির হোসেন সেই নির্দেশনা উপেক্ষা করে চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যক্রম বন্ধ রাখেন, ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সরকারের রাজস্বে বড় ধরণের ক্ষতি হয়।

বিশেষভাবে ২৮ জুন (শনিবার) এবং ২৯ জুন (রোববার) চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ থাকায় বন্দরে পণ্য খালাস ও ছাড়করণ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অথচ এই দুটি দিন চট্টগ্রাম বন্দর ছিল সম্পূর্ণরূপে সচল এবং দৈনিক গড়ে ৩,০০০–৪,৫০০ কনটেইনারের পণ্য খালাস হওয়ার কথা ছিল, যার বাজারমূল্য প্রায় ১,৫০০ কোটি টাকা। বন্ধের কারণে সেই প্রক্রিয়া বিলম্বিত হয়ে রপ্তানি কার্যক্রমেও প্রভাব পড়ে, ক্ষতিগ্রস্ত হন হাজারো ব্যবসায়ী ও আমদানিকারক।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কমিশনার জাকির হোসেন নিজের একক সিদ্ধান্তে কাস্টম হাউসের সব কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় এনবিআরের চলমান আন্দোলনে যোগ দিতে নির্দেশ দেন। তিনি নিজেও সরকারি দায়িত্ব ছেড়ে আন্দোলনে অংশগ্রহণ করেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি কেবল চাকরির শৃঙ্খলা ভঙ্গ করেননি, বরং দেশের রাজস্ব ব্যবস্থাকে অচল করে অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার এই পদক্ষেপে জাতীয় স্বার্থে বিঘ্ন ঘটেছে এবং ১৮ কোটি মানুষের সরাসরি স্বার্থ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য তাকে সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউস দেশের প্রধান রাজস্ব সংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।  সরকার পরিবর্তন, দুর্যোগ বা মহামারির মতো সংকটকালেও এই প্রতিষ্ঠান বন্ধ থাকেনি কখনো। তবে কমিশনার জাকির হোসেনের সময় প্রথমবারের মতো একক সিদ্ধান্তে কাস্টমস কার্যক্রম বন্ধ হলো, যা নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।