Home সারাদেশ সমাজের নতুন হুমকি ‘কিশোর গ্যাং’, কুমিল্লায় ধরা পড়ল ২৪ জন

সমাজের নতুন হুমকি ‘কিশোর গ্যাং’, কুমিল্লায় ধরা পড়ল ২৪ জন

কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে চক্রটির ২৪ সদস্যকে। সোমবার (২০ অক্টোবর) ভোররাতে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। ওই অভিযানে কিশোর গ্যাংয়ের দুই নেতা সিফাত (২০) ও আবরার (১৯)সহ মোট ২৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাপাতি, হাসুয়া, চাকু ও দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারদের বেশিরভাগই কুমিল্লা নগরের বিভিন্ন মহল্লার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও মারামারিতে জড়িত ছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “রোববার রাত থেকে ভোর পর্যন্ত অভিযানে ডিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গ্যাং সংস্কৃতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ জানান, কিশোর গ্যাং এখন সমাজের এক বড় হুমকি হয়ে উঠছে। তিনি বলেন, “যুব সমাজকে অপরাধের পথ থেকে ফেরাতে পরিবার, স্কুল ও সমাজকেও ভূমিকা রাখতে হবে। যারা গ্যাং কালচারে যুক্ত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”