Home বিনোদন ‘বান্ধবীর বরের’ প্রেমে সিলমোহর দিলেন কীর্তি কুলহারি

‘বান্ধবীর বরের’ প্রেমে সিলমোহর দিলেন কীর্তি কুলহারি

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর ব্যক্তিগত জীবনে নতুন বসন্তের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি। ২০১৬ সালে অভিনেতা সাহিল সেহগলের সঙ্গে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসলেও ২০২১ সালে সেই সংসারে ইতি টানেন তিনি।
বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর আবারও প্রেমে পড়লেন ‘পিঙ্ক’ খ্যাত এই অভিনেত্রী। তবে এবারও তার মনের মানুষ বিনোদন জগতেরই এক সহ-অভিনেতা।

নতুন বছরে সম্পর্কের ঘোষণা

বেশ কয়েক মাস ধরে বলিপাড়ায় গুঞ্জন চললেও, ২০২৬-এর নতুন বছরের শুরুতেই রাজীব সিদ্ধার্থের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন কীর্তি। রাজীবের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে জল্পনায় সিলমোহর দিয়েছেন তিনি।

আশ্চর্যজনক হলেও সত্যি, কীর্তি এবং রাজীবের আলাপ জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফোর মোর শট্স প্লিজ়!’-এর সেটে। মজার বিষয় হলো, এই সিরিজে রাজীব অভিনয় করেছিলেন কীর্তির চরিত্রের বান্ধবীর প্রেমিকের ভূমিকায়। পর্দায় বিপরীত চরিত্রে না থাকলেও বাস্তবের সেটে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব।

২০২৫ সালের নভেম্বর থেকেই তাদের বিশেষ ঘনিষ্ঠতা নজর কাড়ছিল নেটিজেনদের।

থিয়েটার থেকে উঠে আসা রাজীব সিদ্ধার্থ এক সময় এমবিএ করে ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সেক্টরে মোটা মাইনের চাকরি করতেন। তবে অভিনয়ের টানে সেই চাকরি ছেড়ে থিয়েটারে মন দেন। ২০১৩ সালে ‘জলি এলএলবি’ এবং পরবর্তীকালে ববি দেওল অভিনীত ‘আশ্রম’ সিরিজে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন।

অতীতের তিক্ততা ও নতুন অঙ্গীকার

২০১৬ সালে ‘পিঙ্ক’ ছবি মুক্তির ঠিক আগে সাহিল সেহগলকে বিয়ে করেছিলেন কীর্তি। এমনকি ২০১৯ সালে ‘ফোর মোর শট্স প্লিজ়!’-এর প্রথম সিজনে তারা একসঙ্গে কাজও করেন। কিন্তু ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণার সময় কীর্তি জানিয়েছিলেন, বিয়ে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেও তিনি সফল হননি।

এমনকি তখন তিনি সাফ জানিয়েছিলেন যে, ভবিষ্যতে সম্পর্কে জড়ালেও ‘বিয়ে’ নামক প্রতিষ্ঠানে তার আর বিশ্বাস নেই।

বর্তমানে রাজীবের সঙ্গে খুশিতে থাকলেও, কীর্তি কি তার আগের সিদ্ধান্ত বদলে আবারও বিয়ের পিঁড়িতে বসবেন, নাকি শুধুই লিভ-ইন সম্পর্কে থাকবেন— তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।