লুট হয়নি কিছুই, রহস্য ঘনীভূত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর শহরের মটকা মসজিদ এলাকায় নিজ ঘরে নৃশংসভাবে খুন হয়েছেন ছকিনা বেগম (৫০) নামের এক নারী। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে মুখোশধারী দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে। নিহত ছকিনা ওই এলাকার মৃত সাফি উল্লাহর স্ত্রী।
ঘটনার পর ঘর থেকে কোনো মূল্যবান মালামাল বা টাকা-পয়সা লুট না হওয়ায় এটি নিছক ডাকাতি, নাকি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
যেভাবে ঘটনার সূত্রপাত
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত কৌশলে একতলা ভবনের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি ছকিনা বেগমের শয়নকক্ষে হানা দেয়। এ সময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে তারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করেন। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রহস্যের জট: ডাকাতি না হত্যা?
নিহত ছকিনা বেগমের স্বামী মারা গেছেন প্রায় তিন বছর আগে। তার দুই ছেলে প্রবাসে থাকেন। বাড়িতে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকতেন। স্বজনরা জানান, দুর্বৃত্তরা ঘরে ঢুকলেও আলমারি বা অন্য কোনো আসবাবপত্র তছনছ করেনি এবং কোনো মালামালও খোয়া যায়নি।
স্থানীয়দের একাংশ ধারণা করছেন, এটি ডাকাতির চেষ্টা ছিল এবং বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। তবে পরিবারের দাবি ও পারিপার্শ্বিক আলামত দেখে অনেকেই মনে করছেন, এটি পূর্বশত্রুতার জেরে ঠাণ্ডা মাথায় খুন।
পুলিশের বক্তব্য
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘যেহেতু ঘর থেকে কোনো মালামাল লুট হয়নি, তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ডাকাতির সময় চিনে ফেলায় বা বাধা দেওয়ায় এমন নৃশংসতা ঘটেছে কি না, সেই সম্ভাবনাও আমরা উড়িয়ে দিচ্ছি না। পুলিশ দুটি দিক সামনে রেখেই তদন্ত চালাচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।










