আনোয়ার আহমেদ, কুয়ালালামপুর ( মালয়েশিয়া): মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ানটান শহরে আজ রবিবার (১৫ জুন) ভোরে ইমিগ্রেশন বিভাগের পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৮৫ জন বিদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন বিনোদন সেবাকেন্দ্রে এই অভিযান চালিয়ে মোট ৯৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে বাকি ১৪ জন ছিলেন পুরুষ।
পাহাং ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুরসাফারিজা ইহসান গণমাধ্যমকে জানান, ভোররাত ১টা থেকে শুরু হওয়া এ অভিযানে কুয়ানটানের একাধিক ক্লাব ও বিনোদনকেন্দ্রে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে থাইল্যান্ড, লাওস, বাংলাদেশ, ইয়েমেন ও চীনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে।
অধিকাংশ বিদেশি নারী ‘গেস্ট রিলেশন অফিসার’ হিসেবে কাজ করছিলেন। যদিও ‘GRO’ শব্দটি আনুষ্ঠানিকভাবে অতিথি সেবায় নিয়োজিত কর্মীদের বোঝাতে ব্যবহৃত হয়, তবে এসব বিনোদনকেন্দ্রে তা ভিন্ন অর্থে ব্যবহার হয়। তদন্তে দেখা গেছে, এই নারীরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী সময় দেওয়া, কথাবার্তা, নাচ, গানের পাশাপাশি আরও নানারকম বিনোদনমূলক সঙ্গ দিতো।
এই ধরনের সেবা সাধারণত ‘উইচ্যাট’ নামক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বুকিং করা হতো। গ্রাহকরা অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ‘গেস্ট রিলেশন অফিসার’-দের সঙ্গে যোগাযোগ করে সময় নির্ধারণ করতেন এবং তা মোটা অঙ্কের বিনিময়ে সম্পন্ন হতো।
ইমিগ্রেশন কর্মকর্তা জানান, অধিকাংশ ‘গেস্ট রিলেশন অফিসার’ নারী মালয়েশিয়ায় এসেছিলেন নির্মাণ ও পরিচ্ছন্নতা খাতে কাজের অনুমতিপত্র নিয়ে। তবে তারা সেসব পেশা না করে ভিসার শর্ত ভেঙে বিনোদন সেবায় যুক্ত হন। কেউ কেউ আবার শুধুমাত্র ভ্রমণ ভিসা নিয়ে অবস্থান করছিলেন, যা এই ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য সম্পূর্ণ অবৈধ।
গ্রেপ্তার হওয়া সকলকে তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এদের বিরুদ্ধে অভিবাসন আইনের আওতায় মামলা করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ায় এই ধরনের ‘গেস্ট রিলেশন অফিসার’ কার্যক্রমের আড়ালে অনেক সময় যৌন বাণিজ্য ও মানবপাচারের মতো অপরাধ সংঘটিত হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ধরনের অবৈধ কর্মকাাণ্ড কঠোরভাবে দমন করবে এবং ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।