Home রেমিটেন্স যোদ্ধাদের খবর কুয়ালালামপুরে ঈদের জামাতে প্রবাসীদের মিলনমেলা

কুয়ালালামপুরে ঈদের জামাতে প্রবাসীদের মিলনমেলা

ছবি সংগৃহীত


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ঈদুল আজহার নামাজ ঘিরে তৈরি হয়েছিল এক হৃদয়স্পর্শী প্রবাসী মিলনমেলা। পুত্রা মসজিদ, জাতীয় মসজিদ নেগারা ও শাহ আলম মসজিদসহ বিভিন্ন বড় মসজিদে ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন হাজার হাজার প্রবাসী মুসলমান। উৎসবের রঙে রাঙা এ দিনে স্থানীয় মালয়দের পাশাপাশি বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি ও অন্যান্য দেশের মুসল্লিরাও একসাথে কাতারবন্দি হয়ে ঈদের নামাজে অংশ নেন।

প্রবাসে কাজের ব্যস্ততা আর দূরত্বের মাঝে এমন একটি দিন যেন একসাথে সুখ, দুঃখ, স্মৃতি ও বন্ধনের প্রতীক হয়ে দাঁড়ায়। নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি, কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলা, হাসিমুখে ঈদের শুভেচ্ছা—সব মিলিয়ে তা এক আবেগঘন পরিবেশ তৈরি করে।

কুয়ালালামপুরের পুত্রা মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি ইমরান হোসেন বলেন, “দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও আজ মনে হচ্ছে, আমরা যেন একটিই পরিবার। এখানে সবাই আমার ভাই। এই মিলনই প্রবাসের ঈদকে বিশেষ করে তোলে।”

পুলিশি নিরাপত্তা ও মসজিদ কমিটির স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে জামাতগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয়। জায়গার অভাবে অনেক মসজিদের আশপাশের রাস্তায় বা খোলা জায়গায় নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শুরুর আগ মুহূর্তে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে গমগম করে উঠে মসজিদ চত্বর।

ঈদের জামাত শেষে বিভিন্ন প্রবাসী সংগঠন ও কমিউনিটি ক্লাবে কোরবানির আয়োজন করা হয়। স্থানীয় কসাইদের সহায়তায় পশু জবাই ও মাংস বণ্টনের কাজ চলে সুশৃঙ্খলভাবে। কোথাও কোথাও বাংলাদেশি রান্নার আয়োজনও ছিল; পোলাও, মাংস আর সেমাইয়ের ঘ্রাণে ভরে যায় ছোট ছোট প্রবাসী বসতবাড়ি।

মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগ (জাকিম) জানিয়েছে, এ বছর ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে প্রায় ছয় হাজারেরও বেশি জামাত অনুষ্ঠিত হয়েছে, যার অধিকাংশে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ ছিল।

এমন এক দিনে প্রবাসীরা যেন পায় আত্মীয়তা, বন্ধুত্ব আর ভালোবাসার পরশ। ঈদ শুধু ত্যাগের নয়, এই প্রবাস জীবনে তা হয়ে ওঠে একতার উৎসব।

📢 প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে,
👍 আর পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না!
আপনার একটি শেয়ার হয়তো আরেকজন প্রবাসীর হৃদয়ে ছুঁয়ে যাবে ঈদের উষ্ণতা।

#প্রবাসেঈদ #কুয়ালালামপুর #বাংলাদেশিপ্রবাসী #ঈদুলআজহা #বিজনেসটুডে২৪