Home বিনোদন সেন্সর থেকে সবুজ সংকেত: ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘তেরে ইশ্‌ক মেঁ’

সেন্সর থেকে সবুজ সংকেত: ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘তেরে ইশ্‌ক মেঁ’

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ধনুষ ও কৃতি স্যানন অভিনীত পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘তেরে ইশ্‌ক মেঁ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে খুব সামান্য পরিবর্তনের মাধ্যমে। কেন্দ্রীয় চলচ্চিত্র পর্যালোচনা বোর্ড ছবিটিকে UA 16+ সনদ দিয়েছে। পরিবর্তন বলতে মাত্র একটি সংলাপের অশ্লীল শব্দ বদলানো হয়েছে। কোনো দৃশ্য কাটা বা পরিবর্তনের নির্দেশ আসেনি, তাই ছবিটির রোমাঞ্চ, আবেগ ও অ্যাকশন আগের মতোই রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেন্সর বোর্ড চলচ্চিত্রে কয়েকটি সাধারণ শর্ত যোগ করেছে। এর মধ্যে রয়েছে ধূমপানবিরোধী বার্তা যুক্ত করা এবং একটি মদের ব্র্যান্ড ব্লার করে দেওয়া। এসব ছাড়া আর কোনো পরিবর্তনের সুপারিশ করা হয়নি, যা ছবির গল্প কিংবা আবেগকে প্রভাবিত করতে পারত। ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য নির্ধারণ হয়েছে ২ ঘণ্টা ৪৯ মিনিট ১৭ সেকেন্ড।

সেন্সর অনুমোদন মসৃণভাবে শেষ হওয়ায় ‘তেরে ইশ্‌ক মেঁ’ আগামী ২৮ নভেম্বর হিন্দি, তামিল ও তেলেগু—তিন ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। ‘রাঞ্জণা’ ও ‘অতরঙ্গি রে’–র পর আবারও ধনুষ ও আনন্দ এল রাইয়ের পুনর্মিলন ঘটল এই ছবিতে। পরিচালক রাই সাংবাদিকদের জানিয়েছেন, আগের দুই ছবির আবেগেরই এক বিস্তার হলো ‘তেরে ইশ্‌ক মেঁ’। তাঁর ভাষায়, “কিছু অনুভূতি আমরা কখনো পুরোপুরি শেষ করতে পারিনি। সেখান থেকেই জন্ম নিয়েছে এই গল্প।”

ট্রেলারে দেখা গেছে শঙ্কর ও মুক্তির টানাপোড়েনের গল্প; প্রেম, বেদনা, হারানো আর ফিরে পাওয়ার আবেগে নির্মিত কাহিনি। পুরো গল্পের আবহে যুক্ত হয়েছে এ আর রহমানের সুর, ইরশাদ কামিলের লেখা নরম-আবেগঘন গান।

এদিকে অগ্রিম বুকিংয়ে ছবিটি ভালো সাড়া পাচ্ছে। ইতিমধ্যে মোট ৪৮.৪১ লাখ রুপি গ্রস অ্যাডভান্স বুকিং অতিক্রম করেছে, আর ব্লকড সিটসহ মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৭৭ কোটি রুপিতে। ট্রেড বিশ্লেষকেরা মনে করছেন, নন-হলিডে রিলিজ হওয়া সত্ত্বেও ছবিটি প্রথম দিনে প্রায় ১০ কোটি রুপির ব্যবসা করতে পারে।

লাইক দিন 👍, শেয়ার করুন 🔁, এবং মন্তব্যে জানান আপনার মতামত!