Home বিনোদন একক মায়ের জীবনের বাস্তবতা জানালেন কেলি ক্লার্কসন

একক মায়ের জীবনের বাস্তবতা জানালেন কেলি ক্লার্কসন

কেলি ক্লার্কসন

বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী কেলি ক্লার্কসন সম্প্রতি জানিয়েছেন কেন তিনি বর্তমানে নতুন কোনো সম্পর্কে জড়াতে আগ্রহী নন। তার এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ তার দুই সন্তান রিভার ও রেমি। প্রাক্তন স্বামী ব্র্যান্ডন ব্ল্যাকস্টকের সঙ্গে এই দুই সন্তানের দেখভালে পুরো সময় ব্যয় হচ্ছে বলে জানান কেলি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি ডেটিংয়ের বিপক্ষে নন তবে এক্ষণে সময় বের করাও সম্ভব হচ্ছে না। এনবিসির টুডে উইথ জেনা অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে উপস্থাপিকা জেনা বুশ হেগারকে কেলি বলেন আমি ডেটিং করছি না আবার বলবো না যে একেবারেই ভাবছি না তবে এখন আমার ফোকাস সন্তানদের দিকে।

তিনি আরও বলেন আমার মনে হয় আমার নিজের চেয়েও বেশি ব্যস্ত ওদের সময়সূচি আমাকে আমার শো শেষ করে ওদের খেলার মাঠে ছুটতে হয় আমি শুধু একজন মা হিসেবে পাশে থাকতে চাই।

সাক্ষাৎকারে কেলি নিজের শৈশবের কথাও বলেন যেখানে তিনি বড় হয়েছেন একক মায়ের কাছে। তার মা তাকে বোঝান যে সবসময় সবার সব কিছুতে উপস্থিত থাকা যায় না সন্তানরা ঠিকই বড় হয়ে ওঠে।

তিনি জানান বর্তমানে তিনি নিজের জন্যও কিছুটা সময় রাখছেন তবে সেটি একান্তই নিজের প্রয়োজনের জন্য ভালোবাসার খোঁজে নয় এই মুহূর্তে তার সবকিছু জুড়ে রয়েছে মা হিসেবে দায়িত্ব পালন।