Home পরিবেশ কোস্ট গার্ডের অভিযান: ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

কোস্ট গার্ডের অভিযান: ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খুলনার কয়রায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল কয়রা থানাধীন ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় শিকারি মিজানুর রহমানকে (আংটিহারা গ্রামের বাসিন্দা) আটক করা হয়। তার কাছ থেকে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ ফাঁদ জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত মাংস, শিকারের সরঞ্জাম ও আটককৃত মিজানুর রহমানকে আন্দারমানিক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, বন্যপ্রাণী রক্ষা ও পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী, অনুমতি ছাড়া বন্যপ্রাণী হত্যা, শিকার, বিক্রি বা মজুদ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড প্রদান করা যেতে পারে। আর যদি কোনো বিরল বা বিপন্ন প্রজাতির প্রাণী শিকার বা পাচারের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

পরিবেশবিদরা মনে করছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এমন নিয়মিত অভিযানের মাধ্যমে হরিণ শিকার ও বন্যপ্রাণী পাচার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।