Home বিনোদন ভিকি কৌশল–ক্যাটরিনা কাইফ দম্পতির সুখবর: মা হতে চলেছেন ক্যাটরিনা

ভিকি কৌশল–ক্যাটরিনা কাইফ দম্পতির সুখবর: মা হতে চলেছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পরিবারে আসছে নতুন সুখবর। ঘনিষ্ঠ সূত্রের খবর, ক্যাটরিনা এই বছরের অক্টোবর বা নভেম্বরের মধ্যে মা হতে চলেছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী বা ভিকি প্রকাশ্যে কিছু বলেননি, তথাপি দম্পতির নিকটজনের মাধ্যমে সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছে।

সূত্র জানিয়েছে, এজন্যই বর্তমানে ক্যাটরিনাকে পাবলিক শো বা ইভেন্টে খুব বেশি দেখা যাচ্ছে না। পাপারাৎজি ও সংবাদমাধ্যমের নজর এড়াতে তিনি নিজেকে ঘনিষ্ঠ পরিবেশে রাখছেন। পাশাপাশি শ্যুটিংও আপাতত নেই।

ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে যখন ভিকিকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, “এই খবরের কোনও সত্যতা নেই। সুখবর আসলে আপনাদের সঙ্গে ভাগ করে নেব।” বলিউড বিশ্লেষকরা মনে করছেন, এমনভাবে তথ্য সীমিত রাখা এবং সময়মতো ঘোষণা দেওয়া দম্পতির সঙ্গতিপূর্ণ পরিকল্পনার অংশ।

ভিকি কৌশল ও ক্যাটরিনার সম্পর্কের গল্পও বিশেষভাবে আলোচিত। ২০২১ সালে রাজস্থানের একটি জনপ্রিয় স্থানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়েতে দুই পরিবারের আত্মীয় ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এরপর থেকে তারা একে অপরের সঙ্গে সবসময় ঘনিষ্ঠ ও ব্যক্তিগত জীবনকে সাবলীলভাবে পরিচালনা করছেন।

উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দুজনেই ব্যস্ত বলিউড কেরিয়ার নিয়ে। ভিকি বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন, তবে ক্যাটরিনা আপাতত সন্তানকে কেন্দ্রীয় রেখে ক্যারিয়ার সাময়িকভাবে বিরতি নিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সন্তানের জন্মের পরেই তিনি আবার সিনেমার জগতে সক্রিয় হয়ে ফিরবেন।

শিল্পী জুটি হিসেবে ভিকি-ক্যাটরিনা বলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম। তাঁদের নতুন আনন্দের খবর চলচ্চিত্রপ্রেমী ও ফ্যানদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস সৃষ্টি করেছে।