বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ শুক্রবার খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সকালে দলীয় কার্যালয়ে শুরু হয় দোয়া ও মিলাদ মাহফিল। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গৌরবময় আন্দোলন। শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না।”
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা প্রমুখ।
তাঁরা সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের এই আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি ও ত্যাগ বিএনপি আজীবন লালন করবে।
এ সময় নেতারা গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।