বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আবেগ, রাজনীতি আর প্রত্যাবর্তনের এক অনন্য মুহূর্তে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রায় চার মাস চিকিৎসাজনিত নির্বাসন শেষে তিনি মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন খালেদা জিয়া। যাত্রাপথে দোহায় যাত্রাবিরতির পর মঙ্গলবার সকালে তার বিমান ঢাকার আকাশে ভেসে উঠবে যেখানে প্রতীক্ষায় আছে শুধু রাজনৈতিক কর্মীরা নয়, একটি দীর্ঘ অধ্যায়ের স্মৃতি।
লন্ডনের শেষ মুহূর্তগুলো ছিল চোখ ভেজানো। ছেলের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় অপেক্ষারত নেতাকর্মীদের খালেদা জিয়া বলেন, ‘ভালো থেকো তোমরা। ভাইয়ার খেয়াল রেখে। আল্লাহ হাফেজ।’’ সেই মমতা, সেই উদ্বেগ যেন বহন করে আসছে একটি মা আর রাজনীতিকের হৃদয়।
সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ‘ফিরোজা’য় নেওয়া হবে তাকে, যেখানে বিগত কয়েক বছর ধরে বন্দি থেকেছেন একপ্রকার রাজনৈতিক নিঃসঙ্গতায়।
খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক নেত্রীর ফিরে আসা নয়, এটি বিএনপির জন্যও এক প্রতীকী মুহূর্ত। দলটির নেতাকর্মীরা এই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছেন বহুদিন ধরে। জনদুর্ভোগ এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে—ফুটপাতে অবস্থান, নিরুত্তাপ স্বাগত।
চিকিৎসকরা জানাচ্ছেন, শারীরিকভাবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। তবে মানসিকভাবে দৃঢ়। ফিরে আসছেন নিজের জনগণের কাছে, নিজের লড়াইয়ের ময়দানে।
চার মাস আগে যে বিমানে লন্ডনে গিয়েছিলেন, আজ সেই বিমানে করেই ফিরছেন খালেদা জিয়া—একটি রাজনৈতিক জীবনের দীর্ঘতম অধ্যায় যেন আবারও নতুন করে লেখা শুরু হচ্ছে।