বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ব্যক্তিগত গাড়িতে রওনা হয়ে তিনি রাত ১২টা ২৫ মিনিটে হাসপাতালে পৌঁছান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু নিয়মিত পরীক্ষা করার জন্য ম্যাডামকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর মেডিকেল বোর্ড বৈঠকে বসে পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
এর আগে গত ২৮ আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় ৮০ বছর বয়সী এই রাজনীতিক দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
খালেদা জিয়া চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর থেকেই গুলশানের ফিরোজা বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসার তত্ত্বাবধান করছে।
সিটিএ:
👉 আরও আপডেট জানতে বিজনেসটুডে২৪-এর সঙ্গে থাকুন।