Home জাতীয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা রবিবারে

খালেদা জিয়ার লন্ডন যাত্রা রবিবারে

বেগম খালেদা জিয়া

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: কাতারের আমিরের পাঠানো বিশেষ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’-এ দেখা দেওয়া কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালেই তার ঢাকা ত্যাগ করার কথা ছিল। তবে বিমানটি সময়মতো ঢাকায় না পৌঁছানোয় পুরো শিডিউলে পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি কারণে বিশেষ বিমানটি শুক্রবার ঢাকায় অবতরণ করতে পারছে না। যান্ত্রিক জটিলতা কাটিয়ে বিমানটি শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

নতুন সময়সূচি সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘সব ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার পৌঁছাবে। এরপর ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি ভ্রমণের উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি চূড়ান্ত ছাড়পত্র দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে জানানো হয়েছিল, কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছাবে এবং শুক্রবার ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করবে। কিন্তু শেষ মুহূর্তে পরিবহনের লজিস্টিক ও কারিগরি সমস্যার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। রোববারের সম্ভাব্য যাত্রাকে সামনে রেখে নতুন করে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিমানটি ঢাকায় পৌঁছানোর পর মেডিকেল বোর্ডের সিগন্যাল পেলেই কেবল পরবর্তী কার্যক্রম শুরু হবে।