বিদেশ না নেওয়ার কথা ভাবছে মেডিকেল বোর্ড, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্সও
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোববার তাঁর সিটিস্ক্যান ও ইসিজিসহ বেশ কিছু পরীক্ষা করা হয়, যার রিপোর্ট সন্তোষজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারে এই ইতিবাচক পরিবর্তনের ফলে তাঁকে বিদেশে না নিয়ে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে মেডিকেল বোর্ড।
মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, বেগম জিয়ার স্বাস্থ্যের বর্তমান উন্নতি অব্যাহত থাকলে তাঁকে লন্ডনে স্থানান্তরের প্রয়োজন নাও হতে পারে। চিকিৎসকরা আশাবাদী যে, দেশেই নিবিড় পর্যবেক্ষণে রেখে তাঁকে সুস্থ করে তোলা সম্ভব। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও পুত্রবধূদের সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করছেন।
ডা. জুবাইদার তত্ত্বাবধান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসে শাশুড়ির চিকিৎসার হাল ধরেছেন। তিনি মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য হিসেবে সার্বক্ষণিক শয্যাপাশে থেকে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন।
প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছে দল ও পরিবার। কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (আগামীকাল) ঢাকায় অবতরণের কথা রয়েছে। ফ্লাইটটিকে ইতিমধ্যেই ‘ভিভিআইপি মুভমেন্ট’ ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তবে শেষ মুহূর্তে চিকিৎসকরা যদি দেশেই চিকিৎসার সিদ্ধান্ত বহাল রাখেন, তবে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। ফুসফুসে সংক্রমণের কারণে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন










