Home First Lead খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আশাবাদী মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আশাবাদী মেডিকেল বোর্ড

বিফিং-এ ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের দেওয়া নির্দেশিকা অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং এতে ইতিবাচক সাড়া দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা চলছে। যেহেতু তিনি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স করছেন, তাই আমরা তার সুস্থতার বিষয়ে আশাবাদী।’

সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক জটিলতা প্রসঙ্গে ডা. জাহিদ অভিযোগ করে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে যথাযথ চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘ সময় সঠিক চিকিৎসা বঞ্চিত থাকার কারণেই তার শারীরিক জটিলতাগুলো এতটা বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও জানান, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ-খবর রাখছেন। বেগম জিয়া বর্তমানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) থাকায় ডা. জুবাইদা রহমান সরাসরি দেখা করতে না পারলেও, তিনি রুমের বাইরে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com