Home চট্টগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই: চট্টগ্রামে ধানের শীষের প্রচারণায় মীর নাছিরের হুঙ্কার

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই: চট্টগ্রামে ধানের শীষের প্রচারণায় মীর নাছিরের হুঙ্কার

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন আন্দোলনের ডাক দিয়ে বলেন, “বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে ভোটের দিন আপনাদের জিহাদ ঘোষণা করতে হবে।”

মীর নাছির তাঁর বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনকে রাজধানীর সমমর্যাদাপূর্ণ উল্লেখ করে বলেন, “এই আসনের ভোটারদের আমরা রাজধানীর ভোটারদের ন্যায় মর্যাদা ও সুযোগ-সুবিধা প্রদান করব ইনশাআল্লাহ। অতীতের মতো যেন কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সকাল সকাল ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে।”

তিনি দলের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের ব্যাপারেও নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আবু সুফিয়ান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার শুরু হয়েছে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, য্গ্মু আহবায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সিহাব উদ্দিন মোবিন, সদস্য নুরুল আলম রাজু, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, মো. মহসিন, একে খান, মাহবুব রানা, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, শোয়েব রিয়াদ, সাহেদ বক্স, হেলাল চৌধুরী, ইয়াছিন চৌধুরী আছু, আবু তৈয়ব, জাকির হোসেন, আকতার খান, নুরুল আকতার সও. হাজী নবাব খান, মফিজউল্লোহা, বেলাল হোসেন, মো. বকতেয়ার, নকীব উদ্দিন ভুইয়া, শফিক আহমদ, শাহাজান চৌধুরী, আলী মর্তুজা খান, এমদাদুল হক বাদশা, আলমগীর নুর, আলী ইউসুফ, নুর হোসেন নুরু, ইসকান্দর বাবু প্রমুখ।