- বাড়তি ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহার চাই
গণ পরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটি বলছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা হলেও করোনাকালে বেঁধে দেওয়া বর্ধিত ভাড়া ঠিকই আদায় করা হচ্ছে। যা নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটছে।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনা সংকটে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর জন্য বাসের ভাড়া এক লাফে ৬০ শতাংশ বাড়ানো হয়। বর্তমানে দেশের কোনো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বর্ধিত ভাড়া নিয়ে সেই পুরনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে করোনা সংকটে কর্মহীন ও আয় কমে যাওয়া দেশের সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। ফলে সারা দেশে প্রায় প্রতিটি রুটে চলাচলকারী গণপরিবহনে যাত্রী-শ্রমিক বচসা, হাতাহাতি, মারামারি চলছে।










