বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গণফোরাম যোগ দিলেও তা স্বাক্ষর করেনি। শুক্রবার বিকেলে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
মিজানুর রহমান বলেন, “সংবিধানের ১৫০–এর ২ অনুচ্ছেদ বিলুপ্ত হবে, এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফশিলে রাখা হবে না—এটি আমাদের উদ্বিগ্ন করেছে। আমরা জানিয়েছি, যদি সংশোধন করে এবং ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্টস’-এ এটি সংরক্ষণ করা হয়, তবে আমরা স্বাক্ষর করব। অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপি পাইনি, শুধুমাত্র স্বাক্ষরের কপি দেওয়া হয়েছিল। এজন্য আমরা স্বাক্ষর থেকে বিরত ছিলাম।”
তিনি আরও জানান, “বৃষ্টির পরে চূড়ান্ত কপি পাওয়া গেছে এবং জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে যে সংশোধন করা হয়েছে। এখন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে পরে স্বাক্ষর করব।”
এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি এবং স্বাক্ষরও করেননি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ পূর্বে জানিয়েছেন, পরবর্তীতে সনদে স্বাক্ষর করার সুযোগ রয়েছে।