Home জাতীয় নির্বাচন: দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর শাস্তি

নির্বাচন: দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর শাস্তি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী কাজে শিথিলতা বা অবহেলা প্রদর্শন করলে তাঁর বিরুদ্ধে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এই পরিপত্রে নির্বাচনের পবিত্রতা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ইতিমধ্যে ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯১ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি প্রয়োজনবোধে বেসরকারি প্রতিষ্ঠান থেকেও জনবল নিয়োগ করা হবে।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা থাকবে।

পরিপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ১৯৯১ সালের বিশেষ আইনের ধারা অনুযায়ী সরাসরি ‘নির্বাচন কর্মকর্তা’ হিসেবে গণ্য হবেন। তারা এই দায়িত্ব পালনের জন্য সরাসরি নির্বাচন কমিশনের নিকট দায়ী থাকবেন। কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দায়িত্ব পালনে অনীহা দেখান, অসহযোগিতা করেন কিংবা কাজে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করেন, তবে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং ওই আইনের ৪ ও ৫ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরিশেষে, সকল মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের অর্পিত নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দেশনা প্রদান করা হলে তা পালন করা সংশ্লিষ্ট সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।