Home কৃষি ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ : তারেক রহমান

 ২০ হাজার কিমি খাল খনন করা হবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নির্বাচনী প্রতিশ্রুতিতে পরিবেশ উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনার ওপর বিশেষ জোর দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘোষণা করেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারলে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করবে বিএনপি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই সভার আয়োজন করা হয়।
পরিবেশ রক্ষা ও খাল খনন কর্মসূচি
তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচির গুরুত্ব স্মরণ করে বলেন, “একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা আজ সংকটের মুখে। ঢাকার বাসিন্দারা এখন হাহাকার করছেন। আমরা ক্ষমতায় গেলে দেশের সেচ ব্যবস্থা ও জলবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল কর্মযজ্ঞ হাতে নেব।”
তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “১৭ বছর পর ফিরে এসে দেখছি ঢাকা যেন শুকিয়ে গেছে, সবুজায়ন কমে গেছে। এই সংকট দূর করতে আমরা উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি নার্সারিগুলোর সক্ষমতা বাড়িয়ে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছি।”
যানজট নিরসনে ‘মনোরেল’ ও গণপরিবহন
ঢাকার তীব্র যানজট নিরসনে মেট্রোরেলের পাশাপাশি সাশ্রয়ী বিকল্প হিসেবে ‘মনোরেল’ ব্যবস্থার প্রস্তাব দেন তারেক রহমান। তিনি বলেন:
মেট্রোরেল অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প।
বনানী বা মোহাম্মদপুরের মতো এলাকাগুলোকে মেট্রোরেল স্টেশনের সাথে যুক্ত করতে ‘মনোরেল’ কার্যকর ভূমিকা রাখতে পারে।
পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনের মান উন্নত করতে পারলে ব্যক্তিগত গাড়ির চাপ কমবে এবং যানজট নিরসন সম্ভব হবে।
শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নতুন পরিকল্পনার কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হবে। এছাড়া:
ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা: অন্যান্য পেশার মতো ফুটবল বা অন্যান্য খেলাধুলাকে পেশাদারিত্বের জায়গায় নিয়ে আসা হবে।
ভাষা শিক্ষা: শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
রাজনৈতিক শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতা
রাজনীতিতে গঠনমূলক পরিবর্তনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “বিরোধীদলের কেবল সমালোচনার যে পুরনো সংস্কৃতি, তা আমাদের বদলাতে হবে। শুধু সমালোচনা নয়, সংকট সমাধানে কাজ করতে হবে এবং সঠিক দিকনির্দেশনা দিতে হবে।”
তিনি কড়াইল বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আগামী দিনের বিএনপির মূল লক্ষ্য।