এভিয়েশন ডেস্ক: নিউ ইয়র্কের লাগার্ডিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে ট্যাক্সিওয়ের ওপর দুটি ডেল্টা এয়ারলাইন্সের আঞ্চলিক জেট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত প্রায় ৯টা ৫৬ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও এক ফ্লাইট অ্যাটেনডেন্ট আহত হয়েছেন।
চক্ষু সাক্ষী ও যাত্রীদের বর্ণনা অনুযায়ী, একটি বিমান রোয়ানোক, ভার্জিনিয়া অভিমুখে টেকঅফের প্রস্তুতি নিচ্ছিল, আরেকটি বিমান শার্লট, নর্থ ক্যারোলাইনা থেকে অবতরণ করে গেটের দিকে ট্যাক্সি করছিল। এ সময় ডান দিকের ডানায় আঘাত লাগে এবং সেটি অপর বিমানের মূল অংশে (ফিউজিলাজে) গিয়ে ধাক্কা মারে। এতে একটি বিমানের উইন্ডস্ক্রিন ও কিছু অভ্যন্তরীণ মনিটর ক্ষতিগ্রস্ত হয়।
সংঘর্ষের পর বিমানটি হঠাৎ ডানদিকে কেঁপে ওঠে বলে যাত্রীরা জানিয়েছেন। তবে তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি। শুধু এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে হাসপাতালে নেওয়া হয়, যিনি সামান্য আঘাত পেয়েছেন।
ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর দুটি বিমানই সেবা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্ত শুরু করেছে।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটলেও বৃহস্পতিবার সকাল থেকে লাগার্ডিয়া বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে।
বিমান বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও এমন ঘটনায় ভবিষ্যতে ট্যাক্সিওয়ে নিরাপত্তা জোরদার করার প্রয়োজন রয়েছে।