Home ব্যাংক-বিমা মোবাইল ফোনে ‘ট্যাপ করলেই’ পেমেন্ট: এলো গুগল পে

মোবাইল ফোনে ‘ট্যাপ করলেই’ পেমেন্ট: এলো গুগল পে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে। বহুল প্রতীক্ষিত এই ডিজিটাল অর্থ লেনদেন প্ল্যাটফর্মটি ২৪ জুন ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

প্রাথমিকভাবে সিটি ব্যাংকের গ্রাহকরা গুগল পে ব্যবহার করতে পারবেন। সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের স্মার্টফোনে গুগল ওয়ালেট অ্যাপে কার্ড সংযুক্ত করে ‘ট্যাপ অ্যান্ড পে’ প্রযুক্তির মাধ্যমে যেকোনো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সমর্থিত পয়েন্ট-অব-সেলস মেশিনে পেমেন্ট করতে পারবেন।

এনক্রিপশন ও টোকেনাইজেশন প্রযুক্তির মাধ্যমে গুগল পে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও কার্ড সংক্রান্ত তথ্য নিরাপদ রাখবে বলে জানানো হয়েছে। এর ফলে কার্ডের নম্বর সরাসরি শেয়ার না করেও নিরাপদে লেনদেন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এটি শুধু দেশের অভ্যন্তরে নয়, বিদেশের যেকোনো এনএফসি সমর্থিত দোকানেও ব্যবহারযোগ্য। ফলে আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণকারী বাংলাদেশিরাও এটি ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন।

এখনই ব্যবহার শুরু করতে চাইলে যাদের অ্যান্ড্রয়েড ফোনে এনএফসি সুবিধা রয়েছে, তারা প্লে স্টোর থেকে ‘Google Wallet’ অ্যাপ ডাউনলোড করে কার্ড যুক্ত করে নিতে পারবেন। পরে যে কোনো গুগল পে সমর্থিত দোকানে ফোন ট্যাপ করলেই পেমেন্ট সম্পন্ন হবে।

গুগল পে ব্যবহারে আপাতত কোনো অতিরিক্ত চার্জ বা ফি নির্ধারণ করা হয়নি। তবে আন্তর্জাতিক লেনদেনে কার্ড ইস্যুকারী ব্যাংকের পক্ষ থেকে চার্জ নির্ধারিত হতে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধাপে ধাপে অন্যান্য ব্যাংককেও এই সেবায় যুক্ত করা হবে। ফলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক গ্রাহক গুগল পে-এর সুবিধা নিতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।