বিনোদন ডেস্ক:
টলিপাড়া মানেই আলো, ক্যামেরা আর রঙিন গল্পের জগৎ। তবে সেই গল্পের অন্তরালে লুকিয়ে থাকে অনেক অবাক করা অধ্যায়। কখন কোন সম্পর্ক তৈরি হয়, আবার কোন সম্পর্ক ভেঙে পড়ে, তা বোঝা দায়। সম্প্রতি শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর আয়োজিত এক বেসরকারি পার্টিতে যা ঘটেছে, তা নিয়ে মুখরিত হয়ে উঠেছে টলিপাড়া।
জানা গেছে, পার্টিতে হাজির ছিলেন চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ প্রযোজক, পরিচালক থেকে শুরু করে তারকা অভিনেতা-অভিনেত্রী পর্যন্ত। সেখানেই এক বিবাহিত অভিনেতা এবং একজন জনপ্রিয় অভিনেত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়, যা দেখে উপস্থিত অতিথিদের অনেকে হতবাক হয়ে যান। চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য একাংশের মধ্যে বিস্ময় এবং সমালোচনার ঢেউ তোলে।
উল্লেখযোগ্য যে, ওই অভিনেতা বিদেশ থেকে পড়াশোনা করে ফিরে অভিনয় জগতে পা রাখেন এবং স্বতন্ত্র ভাবমূর্তি তৈরি করেন। অন্যদিকে, সংশ্লিষ্ট অভিনেত্রী স্টুডিয়ো পাড়ায় বহুদিন ধরে পরিশ্রম করে নিজের জায়গা করে নিয়েছেন এবং এখন তিনি প্রথম সারির নায়িকাদের একজন। তাঁদের দু’জনেরই আলাদা সংসার রয়েছে এবং উভয়েই প্রেম করে বিয়ে করেছেন যা নিয়ে অতীতে কম বিতর্ক হয়নি।
জানা যাচ্ছে, পার্টি চলাকালীন এক নির্জন কক্ষে দরজা বন্ধ করে ছিলেন তাঁরা। অনেকের দাবি, তাঁদের মধ্যে এমন ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়েছিল, যা চোখে পড়ার মতো। কেউ কেউ বলছেন, সম্বিত ফেরার পর পরিস্থিতি বেশ বিব্রতকর হয়ে ওঠে। যদিও পুরো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি।
টলিপাড়ায় এমন ঘটনা নতুন নয়, তবে এবার যে জুটি নিয়ে এই গুঞ্জন উঠেছে, তা বিশেষভাবে চমকপ্রদ। তাঁদের ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদমাধ্যমের আলোচনায় থেকেছে। এই নতুন অধ্যায় যেন সেই আগুনে নতুন করে ঘি ঢেলে দিল।
যদিও এই সম্পর্ক কতটা গাঢ়, আদৌ কোনো বিশেষ মোড় নেবে কি না—তা সময়ই বলবে। আপাতত টলিপাড়ার অন্দরে এই ঘটনা নিয়ে ফিসফাস চলছেই।