বিনোদন ডেস্ক:
১৯৮৬ সাল। বলিউডে আত্মপ্রকাশ করলেন এক তরুণ, প্রাণবন্ত অভিনেতা গোবিন্দা। প্রথম ছবিই ‘লভ ৮৬’, আর সেই সাফল্যের রেশ ধরে দীর্ঘদিনের প্রেমিকা সুনীতাকে বিয়ে করলেন। কিন্তু পর্দার ঝলক যতই উজ্জ্বল হোক, বাস্তব জীবনে তখন জমে উঠছে এক ভিন্ন কাহিনি।
প্রেমে ভরপুর সেই বিয়ে শুরুতে ছিল নীরব ঝড়ে ভরা। তখন কেরিয়ারে উড়ান দিচ্ছেন গোবিন্দা, অথচ মন থেকে শান্তি ক্রমেই হারাচ্ছেন। কারণ হিসেবে উঠে আসে আরেক বলিউড অভিনেত্রীর নাম নীলম।
এক সাক্ষাৎকারে গোবিন্দা অকপটে স্বীকার করেছেন, “শুরুতে খুব সাবধান ছিলাম। কিন্তু ধীরে ধীরে নীলমের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠল। আলাদা পরিবেশে বড় হওয়া সত্ত্বেও একে অপরের প্রতি টান অনুভব করি।” এই সম্পর্ক সহজ বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে চলে গিয়েছিল অন্য মাত্রায়।
যদিও সুনীতার সঙ্গে তাঁর গোপনে মন্দিরে বিয়ে হয়েছিল, কিন্তু বিষয়টি প্রকাশ্যে আনেননি গোবিন্দা। মা চেয়েছিলেন আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হোক। এরই মধ্যে নীলমের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক নতুন করে জটিলতা তৈরি করে।
“আমি নীলমকে ঠকিয়েছিলাম,” বলেন গোবিন্দা। “ওকে আমার বিয়ের কথা বলা উচিত ছিল। কিন্তু লুকিয়ে এক নোংরা খেলায় মেতেছিলাম। ভুল ছিল আমার।”
এই অবস্থায় সুনীতার মনে জন্ম নেয় নিরাপত্তাহীনতা। তিনি বুঝতে পারেন, সংসারের ভিত নড়বড়ে হয়ে উঠছে। একদিন সাহস করে নীলমকে জানিয়ে দেন সব সত্যি। সেখানেই ভেঙে যায় নীলম-গোবিন্দার সম্পর্ক।
বলিপাড়ায় তখন গুঞ্জন—তালাক নিতে চলেছেন গোবিন্দা ও সুনীতা। কিন্তু সময় গড়িয়ে গেছে, সেই গুঞ্জন থেমে গেছে দম্পতির একতার প্রাচীরে। একাধিক সাক্ষাৎকারে সুনীতা স্পষ্টভাবে বলেছেন, “গোবিন্দাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।”
📌 বলিউডের এই হারিয়ে যাওয়া প্রেমকাহিনি আপনার মনে ধরলে শেয়ার করতে ভুলবেন না।
❤️ লাইক দিন, মতামত দিন কমেন্টে
🔁 বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন এই গল্প
📲 এমন আরও অজানা গল্প পেতে ফলো করুন আমাদের পেজ









