গাড়ির দাম মাত্র ১০ হাজার! হলফনামার চমক
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের নির্বাচনি লড়াইয়ে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার। নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এই প্রার্থীর যেমন রয়েছে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ, তেমনি ডিরেক্টর হিসেবে তার প্রতিষ্ঠানের নামে রয়েছে প্রায় ২৮ কোটি টাকার বিশাল ব্যাংক ঋণ।
সম্পদের পাহাড়: নগদ টাকা ও শেয়ারে বড় বিনিয়োগ
৭২ বছর বয়সী এই প্রার্থীর হলফনামা অনুযায়ী, তার নিজের নামে নগদ টাকা রয়েছে ১ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৫ টাকা। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা আছে ২ লাখ ১ হাজার ৯৯৬ টাকা।
বিনিয়োগের ক্ষেত্রে তিনি বেশ সক্রিয়। বিভিন্ন কোম্পানিতে তার ১ কোটি ৯ লাখ ১ হাজার ৫৫৯ টাকা মূল্যের শেয়ার রয়েছে। পাশাপাশি ৩০ লাখ টাকার বিমা ও ট্রাস্ট এবং ১৭ লাখ ৫ হাজার ৬০০ টাকা মূল্যের স্বর্ণালংকার রয়েছে তার। উল্লেখ্য যে, তার ব্যবহারের জন্য একটি ‘নিশান পেট্রোল’ গাড়ি রয়েছে যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে মাত্র ১০ হাজার টাকা।
স্থাবর সম্পদ: শত কোটি টাকার বর্তমান বাজারমূল্য
গোলাম আকবর খোন্দকারের স্থাবর সম্পদের তালিকাও বেশ দীর্ঘ:
জমি: তার নামে ৫ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের কৃষি জমি এবং ৯০ লাখ ৮ হাজার টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে।বাড়ি ও ফ্ল্যাট: চট্টগ্রামের নিজ শহরে ৮৩ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের একটি ভবন এবং রাজধানী ঢাকার গুলশানে ৬৫ লাখ ২১ হাজার টাকা মূল্যের একটি এপার্টমেন্ট রয়েছে তার।বর্তমান বাজারমূল্য: হলফনামায় উল্লেখ করা হয়েছে যে, তার স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ কোটি ৪৯ লাখ টাকা। অন্যদিকে তার স্ত্রীর নামেও রয়েছে প্রায় ১৫ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ।
ঋণের বোঝা: প্রতিষ্ঠানের নামে ২৭.৮০ কোটি টাকার দায়
ব্যবসায়ী গোলাম আকবর খোন্দকারের কাঁধে রয়েছে বিশাল অঙ্কের ব্যাংক ঋণ। তিনি ‘রিজেন্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড’-এর ডিরেক্টর হওয়ার সুবাদে ইউনিয়ন ব্যাংক পিএলসি থেকে ২৭ কোটি ৮০ লাখ ৪১ হাজার ১৫১ টাকা ঋণ নিয়েছেন। তবে হলফনামায় তিনি উল্লেখ করেছেন, এই ঋণের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক স্থগিতাদেশ রয়েছে। এ ছাড়া লঙ্কাবাংলা সিকিউরিটিজ এবং তার স্ত্রীর কাছেও ৮ লাখ ২০ হাজার ৫৬০ টাকা ব্যক্তিগত দায় রয়েছে তার।
বার্ষিক আয় ও কর
হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয়ের প্রধান উৎস শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত (৫ লাখ ৬৮ হাজার ৬৯৭ টাকা) এবং অন্যান্য ব্যবসায়িক বা ব্যক্তিগত উৎস (১০ লাখ ৭৬ হাজার ৯২৭ টাকা)। সর্বশেষ আয়কর রিটার্নে তিনি ১৬ লাখ ৪৫ হাজার ৬২৪ টাকা বার্ষিক আয় দেখিয়েছেন এবং ২ লাখ ৫৭ হাজার ৯৩৯ টাকা আয়কর প্রদান করেছেন।
রাজনৈতিক ও আইনি চিত্র
১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন গোলাম আকবর খোন্দকার। শিক্ষাগত যোগ্যতায় তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে তার বিরুদ্ধে কোনো কার্যকর ফৌজদারি মামলা নেই; অতীতে থাকা ৭টি মামলা থেকেই তিনি অব্যাহতি পেয়েছেন অথবা চূড়ান্ত রিপোর্ট গৃহীত হয়েছে।
বিপুল সম্পদ ও আইনি লড়াইয়ের রেকর্ড নিয়ে গোলাম আকবর খোন্দকার আবারও রাউজানের রাজনৈতিক মাঠে তার অবস্থান জানান দিচ্ছেন।
*দেশজুড়ে নির্বাচনী খবরাখবর, প্রার্থীদের সম্পদের চুলচেরা বিশ্লেষণ এবং নিরপেক্ষ সংবাদ সবার আগে পেতে BusinessToday24-এর ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন।










