বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ভোক্তাপর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। নতুন নির্ধারিত দামে ১২ কেজি সিলিন্ডারের বিক্রয়মূল্য ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা করা হয়েছে।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই মূল্য হ্রাসের ঘোষণা দেয়। কমিশনের চেয়ারম্যান নূরুল আমিন জানান, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। নতুন এ দর আজ (রোববার) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও হ্রাস পেয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুলাই বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা করেছিল। একইসঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৬২ টাকা ৪৬ পয়সা।
বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসি আমদানি করা এলপিজি ছাড়া সব কোম্পানি সৌদি আরামকোর মূল্যসূচকের ভিত্তিতে দাম নির্ধারণ করে থাকে। বিইআরসি প্রতি মাসেই এই আন্তর্জাতিক দরের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে দাম পুনর্নির্ধারণ করে।
দাম কমায় সাধারণ ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এলেও, পরিবহন খরচ ও ডিলার কমিশনের কারণে কিছু এলাকায় ভিন্ন দাম নেওয়ার অভিযোগ রয়েছে।