Home আকাশ পথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: প্রাণ হারালেন নাসকার তারকা গ্রেগ বিফেলসহ ৭ জন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: প্রাণ হারালেন নাসকার তারকা গ্রেগ বিফেলসহ ৭ জন

গ্রেগ বিফেল

এভিয়েশন ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় কিংবদন্তি নাসকার (NASCAR) রেসার গ্রেগ বিফেল এবং তার পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানায়, সেসনা C550 মডেলের একটি বিজনেস জেট বিমান সকাল ১০:১৫ থেকে ১০:২০ মিনিটের মধ্যে স্টেটসভিল বিমানবন্দর থেকে ফ্লোরিডার সারাসোটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে পাইলট রানওয়েতে ফিরে আসার চেষ্টা করেন। অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের নিকটবর্তী স্থানে আছড়ে পড়ে এবং সাথে সাথে তাতে ভয়াবহ আগুন ধরে যায়।

নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বিমানে থাকা সাত আরোহীর কেউই বেঁচে নেই। নিহতদের মধ্যে রয়েছেন:

গ্রেগ বিফেল: বিখ্যাত নাসকার ড্রাইভার।

ক্রিস্টিনা বিফেল: গ্রেগের স্ত্রী।

রাইডার বিফেল: গ্রেগের ৫ বছর বয়সী ছেলে।

ইমা: গ্রেগের ১৪ বছর বয়সী মেয়ে।

এছাড়াও বিমানে থাকা আরও তিনজন আরোহী (পাইলট ও ক্রুসহ) এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং FAA যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় স্থানীয় আবহাওয়া মেঘলা ছিল এবং হালকা বৃষ্টি হচ্ছিল। প্রতিকূল আবহাওয়া এই দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজের সুবিধার্থে স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

নাসকার জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র গ্রেগ বিফেলের এই আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জয় আর অর্জনের মাধ্যমে তিনি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার পুরো পরিবারের এই করুণ পরিণতি মেনে নিতে পারছেন না সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।