Home চট্টগ্রাম ভাইয়ের ঘুমন্ত শরীরে কোপের পর কোপ, শেষ মুহূর্তে ধরা খুনিরা

ভাইয়ের ঘুমন্ত শরীরে কোপের পর কোপ, শেষ মুহূর্তে ধরা খুনিরা

বিজেনসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নগরীর ঘনবসতিপূর্ণ চান্দগাঁও আবাসিক এলাকায় বুধবার গভীর রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডি। এক ছাদের নিচে বসবাস করা দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের কলহ গড়াল রক্তপাতের শেষ সীমানায়। বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই ও তাঁর স্ত্রী।

নিহত মো. সাহেদ (৩৫) রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের সন্তান। তাঁর ছোট ভাই মো. জাহেদ (২৭) ও ভাবি তাসমিন বিনতে আসলাম (২৬) গ্রেপ্তার হয়েছেন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসা দুই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক ছিল, তা ভাঙল ইয়াবার নেশা, বেকারত্বের হতাশা আর ঘরের ভিতরের বিষাক্ত বিবাদে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন জানান, ইয়াবা সেবনের পর পারিবারিক বিষয় নিয়ে সাহেদ, জাহেদ ও তাসমিনের মধ্যে বিকেলের পর থেকেই বাকবিতণ্ডা চলছিল। সন্ধ্যার দিকে বাসার আসবাব ভাঙচুর হয়। রাত গভীর হলে সাহেদ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সেই ঘুমই ছিল তাঁর শেষ ঘুম।

গভীর রাতে ঘুমন্ত সাহেদের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন জাহেদ ও তাঁর স্ত্রী। একের পর এক কোপে রক্তাক্ত হয় ঘর, নিথর হয়ে যান সাহেদ। তারপরও থামেনি হৃদয়হীনতা। সাহেদের নিথর দেহ প্রথমে সিএনজিতে তুলে, পরে একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের দিকে নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা।

কিন্তু ভাগ্য যেন সাহেদের পক্ষে একটিবারের জন্য হলেও জেগে উঠেছিল। চালকের সন্দেহ আর বিচক্ষণতায় খবর পেয়ে পুলিশ কাপ্তাই রাস্তার মাথায় অ্যাম্বুলেন্স থামিয়ে দেয়। লাশ ও ঘাতক জাহেদ-তাসমিনকে গ্রেপ্তার করা হয়।

চোখের সামনে বড় ভাইকে শেষ করে দিল ছোট ভাই এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, এমন ভয়ংকর ঘটনা কোনোদিনও দেখেননি তারা।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

একসাথে বড় হয়ে ওঠা, বিদেশে জীবনের লড়াই করা দুই ভাই শেষপর্যন্ত একজন হয়ে গেল লাশ, আরেকজন খুনি। পারিবারিক ভালোবাসার জায়গায় জায়গা নিল সন্দেহ, অবিশ্বাস আর নেশার ভয়াবহ ছায়া।