বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: বেনাপোল কাস্টমস হাউজে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. সালেহুজ্জামান জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।
আদালতে জামিন আবেদন খারিজ
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দীনের আইনজীবীরা জামিন আবেদন করেন। অন্যদিকে, মামলার তদন্ত স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন উল্লেখ করে জামিনের বিরোধিতা করে দুদক। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার পরবর্তী দিন হিসেবে ২৮ অক্টোবর নির্ধারণ করেন।
দুদকের অভিযান ও গ্রেফতার
দুদকের মামলার এজাহারে বলা হয়, বেনাপোল কাস্টমস হাউসের কিছু কর্মকর্তা আমদানি পণ্যে শুল্কায়নে অনিয়ম করে ঘুষ গ্রহণ করছেন—এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়।
অভিযানের সময় কাস্টম হাউসের প্রধান ফটক থেকে হাসিব উদ্দীন নামের এক ব্যক্তিকে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, টাকাগুলো রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল।
পরবর্তীতে দুদক কর্মকর্তারা তাকে নিয়ে কাস্টম হাউসের চতুর্থ তলায় শামীমা আক্তারের কক্ষে যান। সেখানে শামীমা আক্তার প্রথমে টাকার ব্যাপারে সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে হাসিব উদ্দীন নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখে এবং তার নির্দেশেই টাকা অফিসে আনা হচ্ছিল।
দুদক কর্মকর্তারা হাসিব উদ্দীনের কাছ থেকে উদ্ধার করা দুই লাখ ৭৬ হাজার টাকা জব্দ তালিকা মূলে জব্দ করেন। এরপর মঙ্গলবার (৭ অক্টোবর) দুদক রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তার করে এবং তাদের দুজনের বিরুদ্ধেই ঘুষ লেনদেনের মামলা দায়ের করে।
গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে তাদের যশোর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হলে দায়িত্বপ্রাপ্ত বিচারক সালেহুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, মামলাটি এখন তদন্তাধীন এবং বেনাপোল কাস্টমস হাউসের আরও কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।
📰 সংক্ষেপে:
- গ্রেফতার: রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহযোগী হাসিব উদ্দীন
- জব্দ অর্থ: ২ লাখ ৭৬ হাজার টাকা
- মামলা দায়ের: দুর্নীতি দমন কমিশন (দুদক)
- আদালতের সিদ্ধান্ত: জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
- পরবর্তী তারিখ: ২৮ অক্টোবর