Home চট্টগ্রাম চট্টগ্রামের জলাবদ্ধতা: অতীত মেয়র-চেয়ারম্যানরাই দায়ী,

চট্টগ্রামের জলাবদ্ধতা: অতীত মেয়র-চেয়ারম্যানরাই দায়ী,

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা বর্তমান সময়ের এক ভয়ংকর নাগরিক দুর্ভোগে পরিণত হলেও এটি প্রকৃতিগত নয়, বরং পুরোটাই মানুষের সৃষ্টি এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সেতু, সড়ক ও পরিবহণ সংক্রান্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, “এই জলাবদ্ধতা দীর্ঘ সময় ধরে সৃষ্টি হয়েছে। আগের সময় চট্টগ্রামে এমন পরিস্থিতি ছিল না। যারা আগে সিটি করপোরেশনের মেয়র ছিলেন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাই মূলত এই দুরবস্থার জন্য দায়ী।”

তিনি জানান, শহরের বিভিন্ন খাল ও নালা দখল করে গড়ে তোলা হয়েছে ভবন ও বিপণিবিতান। যার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। বর্তমান সরকার জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প হাতে নিয়েছে, তার আওতায় এসব খাল উদ্ধার এবং পরিষ্কারের কাজ চলছে।

উপদেষ্টা আরও বলেন, “সবচেয়ে বড় সমস্যা হলো খাল পরিষ্কারের পরেও সেখানে আবার ময়লা ফেলা হচ্ছে। এটি চলতে থাকলে সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। তাই খাল-নালায় ময়লা ফেললে জরিমানার আওতায় আনা হবে। ইতিমধ্যে আমরা দশ হাজারের মতো ময়লা ফেলার পাত্র বিতরণ করেছি। এখন থেকে এগুলোতেই ময়লা ফেলতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে নিয়োজিত উপদেষ্টাদের মধ্যে মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মনোনীত অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা সবাই মিলে একটি সবুজ ও সুস্থ নগরী গড়ার লক্ষ্যে কাজ করছি। দলমত নির্বিশেষে সকলে একসঙ্গে কাজ করলে জলাবদ্ধতার মতো সংকট মোকাবিলা সম্ভব।”

উপদেষ্টা ফাওজুল কবির খান শেষ পর্যন্ত নাগরিক সচেতনতা ও অংশগ্রহণকেই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি হিসেবে দেখেন।