বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রাম শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের ওপর চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই পরিস্থিতি দেশের সামগ্রিক অর্থনীতি ও ব্যবসা পরিবেশকে সংকটে ফেলছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকার পর দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। মূলত সারাদেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ চট্টগ্রাম থেকেই নিয়ন্ত্রিত হয়। তাই এই শহরে যদি চাঁদাবাজি ও মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসায়ী সমাজকে জিম্মি করা হয়, তাহলে এর প্রতিক্রিয়া সারা দেশে পড়বে।
বিএনপির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি চট্টগ্রামে একশ্রেণির দুষ্কৃতিকারী গোষ্ঠী রাজনৈতিক ছত্রছায়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি এই কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এবং ব্যবসায়ী মহলে ব্যাপক ভীতির সৃষ্টি হয়েছে।
বিএনপি দাবি করে, পরিকল্পিতভাবে ব্যবসায়ী সমাজকে কোণঠাসা করতে এই ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যদিকে রাজনৈতিক হয়রানির সংস্কৃতি দেশের অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করছে। এই অবস্থায় চট্টগ্রামে ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।
দলটির পক্ষ থেকে প্রশাসনকে আহ্বান জানানো হয়, চট্টগ্রামে চাঁদাবাজি, হয়রানিমূলক মিথ্যা মামলা ও সাধারণ মানুষের ওপর নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। তা না হলে ব্যবসা পরিবেশ আরও দুর্বল হয়ে পড়বে বলে বিএনপি সতর্ক করে।
প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক সময়ে কিছু ব্যবসায়ী ও সাধারণ নাগরিকের অভিযোগে উঠে এসেছে, স্থানীয় কিছু চিহ্নিত গোষ্ঠী প্রশাসনের নিরবতায় তাদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। বিএনপি এই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান জানাতে আজকের এই বিবৃতি দিয়েছে।