নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের ছিদ্দিক আহমদের পুত্র মামুন (৩১), একই এলাকার শাহ আকাম উদ্দীন পাড়ার ছিদ্দিক আহামদের পুত্র হুমায়ুন (৩৮) এবং আব্দুর রশিদের পুত্র আব্দুস সাত্তার (৩৪)। তাঁদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান, পদুয়া সিকদার দিঘী পাড় এলাকায় গ্রামীণ রাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠে চট্টগ্রামগামী একটি চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন সড়কে ছিটকে পড়েন। সেই সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি ট্রাক তাঁদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় লোহাগাড়া ও সাতকানিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য অসাবধানতা এবং সড়কে চলাচলের অরাজকতাকে দায়ী করছেন।