Home চট্টগ্রাম সন্দ্বীপে মোস্তফা কামালের নির্বাচনী পথসভা: পরিবর্তনের অঙ্গীকার

সন্দ্বীপে মোস্তফা কামালের নির্বাচনী পথসভা: পরিবর্তনের অঙ্গীকার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সমর্থনে উপজেলার উত্তর প্রান্তের দীর্ঘাপাড়া ও সন্তোষপুর এলাকায় অনুষ্ঠিত হয়।  বুধবার (২৮ জানুয়ারি) পথ সভা দুটিতে মোস্তফা কামাল পাশা বলেন:

“জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমার প্রধান লক্ষ্য। সন্দ্বীপের এই জনপদ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের শক্তি ও ঐক্যের মাধ্যমেই কেবল কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।”

তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকারে চারটি বিশেষ খাতকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন:
  • শিক্ষা ও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান।
  • আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
  • টেকসই যোগাযোগ ব্যবস্থা।
  • বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি।
উপস্থিত নেতৃবৃন্দ
পথসভায় আরও বক্তব্য রাখেন
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি।
মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।
অ্যাডভোকেট আবু তাহের, আহ্বায়ক, উপজেলা বিএনপি।
আলমগীর ঠাকুর, সদস্য সচিব, উপজেলা বিএনপি।
রাফিউদ্দিন ফয়সাল, বিএনপি নেতা।
এছাড়াও সন্দ্বীপের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সভায় যোগ দেন।
পথসভায় তিনটি ইউনিয়নের বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। উপস্থিত সাধারণ ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে মোস্তফা কামাল পাশা সন্দ্বীপবাসীকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।