বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও চসিক ৯-১০ ওয়ার্ড) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “ভাটিয়ারী ও সলিমপুর আমার নাড়ির বন্ধন। এই জনপদকে ঘিরে সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে এটি চট্টগ্রামের উন্নয়ন ও সমৃদ্ধির ‘স্বর্ণ দুয়ার’ হিসেবে আত্মপ্রকাশ করবে।”
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সলিমপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক শিষ্টাচার ও ইতিবাচক রাজনীতি
আসলাম চৌধুরী প্রতিপক্ষ প্রার্থীদের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, “নির্বাচন এলে অনেকেই মিথ্যে আশ্বাস দেন, যা আমার স্বভাববিরুদ্ধ। আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী, তাই প্রতিপক্ষ নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করিনি। আমি সবাইকে আহ্বান জানাবো—কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিজের যোগ্যতা ও পরিকল্পনা উপস্থাপন করুন। এতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”
গণসংযোগ ও উপস্থিত নেতৃবৃন্দ
সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব খ ম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মোহাম্মদ মোরছালিন (সদস্য সচিব, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি)
ফেরদৌস আহমেদ মুন্না (কেন্দ্রীয় যুবদল নেতা)
মো. জাহাঙ্গীর (আহ্বায়ক, সলিমপুর বিএনপি)
মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবুল হাসেম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নগরীর কর্নেলহাটে জনসংযোগ
সকালের কর্মসূচি শেষে দুপুর আড়াইটা থেকে নগরীর কর্ণেলহাট এলাকায় ব্যাপক গণসংযোগ চালান আসলাম চৌধুরী। এ সময় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।