Home Third Lead রাউজানে ত্যাগের দৃষ্টান্ত আকবর খোন্দকারের: বিভেদ ভুলে ধানের শীষকে জেতানোর ডাক

রাউজানে ত্যাগের দৃষ্টান্ত আকবর খোন্দকারের: বিভেদ ভুলে ধানের শীষকে জেতানোর ডাক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ও মনোনয়ন নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটিয়ে ঐক্যের নতুন বার্তা দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। কেন্দ্র থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর, নিজের প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় সিদ্ধান্তের প্রতি যে আনুগত্য তিনি দেখিয়েছেন, তা রাউজান বিএনপির রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বৃহস্পতিবার নগরীর বিভারলি হিলে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের ব্যক্তিগত ক্ষোভ ভুলে ধানের শীষের পক্ষে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
সভায় গোলাম আকবর খোন্দকার বলেন, “ব্যক্তি নয়, দলের প্রতীকই এখন বড় পরিচয়। রাউজানের মাটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আমাদের ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন যে, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং এখন তাঁর একমাত্র লক্ষ্য রাউজানকে বিএনপির দুর্গে পরিণত করা।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা গোলাম আকবর খোন্দকারের এই ত্যাগকে সাধুবাদ জানান এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
 রাউজান বিএনপির নতুন সমীকরণ
১. নেতৃত্বের পরিপক্কতা ও দলীয় শৃঙ্খলা: একই আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খোন্দকারকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। এই ধরনের দ্বৈত মনোনয়ন অনেক সময় তৃণমূল পর্যায়ে গ্রুপিং বা অন্তর্দ্বন্দ্ব তৈরি করে। তবে গোলাম আকবর খোন্দকার কেন্দ্রের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করে সশরীরে নির্বাচনী সভায় উপস্থিত হওয়া প্রমাণ করে যে, দলের শৃঙ্খলার প্রশ্নে তিনি আপসহীন। এটি দলের সাধারণ কর্মীদের মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে।
২. ‘বিভক্তি নয়, ঐক্যই শক্তি’: রাউজান আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে দলের ভেতরে সামান্য বিভক্তিও বড় পরাজয়ের কারণ হতে পারে। তাই গোলাম আকবর খোন্দকার তাঁর বক্তব্যে “বিভেদ ভুলে ঘরে ঘরে যাওয়ার”  নির্দেশ দিয়েছেন।
৩. ভোটারদের ওপর প্রভাব: হেভিওয়েট প্রার্থী হওয়া সত্ত্বেও গোলাম আকবর খোন্দকারের এই নমনীয় অবস্থান ধানের শীষের সাধারণ ভোটারদের মনোবল চাঙ্গা করবে। প্রার্থীর চেয়ে দলের প্রতীককে বড় করে দেখার এই সংস্কৃতি রাউজানে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সংহত করতে পারে।