Home Second Lead গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়, স্কয়ার হাসপাতালে ভর্তি

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়, স্কয়ার হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় আনা হয়। বিকেল ৩টা ২০ মিনিটে স্কয়ার হাসপাতালে তাঁর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানিয়েছেন, পরিবারের পরামর্শে এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

এরশাদ উল্লাহর একান্ত সচিব মো. আরিফ মুন্না বলেন, “চিকিৎসকদের পরামর্শেই তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।”

অন্যদিকে, হামলায় আহত এরশাদ উল্লাহর সমর্থক এরফানুল হক শান্ত চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিয়েছেন এরশাদ উল্লাহ নিজেই, জানিয়েছেন সচিব আরিফ মুন্না।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হামলার শিকার হন এরশাদ উল্লাহ। এ সময় বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। একই ঘটনায় সারোয়ার হোসেন বাবলা নামের একজন নিহত হন।