বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মরহুমার মাজারে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও জিয়ারতে অংশ নেন। এসময় তিনি বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
জিয়ারত শেষে ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের এক আপসহীন নাম। তিনি সারা জীবন সাধারণ মানুষের অধিকার রক্ষায় লড়াই করেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞা আমাদের আগামীর পথ চলার প্রেরণা।” তিনি আরও উল্লেখ করেন যে, চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি জাতীয় রাজনীতিতে দেশনেত্রীর দেখানো পথ অনুসরণ করেই তারা কাজ করে যাচ্ছেন।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম মহানগর বিএনপি-র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










