বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাঙামাটি: শহরের মারী স্টেডিয়াম এলাকায় চাঁদাবাজির অভিযোগে খোরশেদ আলম লিটন নামে এক যুবদল নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক খোরশেদ আলম লিটন রাঙামাটি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে আটকের ঘটনায় অভিযোগ করেছেন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল।
ছাত্রদল নেতা শাকিল জানান, তিনি সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের একজন প্রতিনিধির দায়িত্বে আছেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে যুবদল নেতা লিটন নিজ সংগঠনের পরিচয় ব্যবহার করে তার ব্যবসার কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন।
শরিফুল ইসলাম শাকিল বলেন, “আমি রাঙামাটি শহরে ওএমএস-এর মাধ্যমে চাল বিক্রির দায়িত্ব পালন করি। খোরশেদ আলম লিটন দীর্ঘদিন ধরে যুবদলের নাম ব্যবহার করে আমার কাছ থেকে চাঁদা চাইত। আজ বিকেলে সে আবারও চাঁদা চাইতে আসে এবং আমাকে বিভিন্ন হুমকি দিতে থাকে। তখন আমি স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় নিয়ে যাই।”
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“স্থানীয়দের সহায়তায় একজন যুবদল নেতাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত যুবদল বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।