Home সারাদেশ জীবন্ত কবর দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া সেই জনি গ্রেপ্তার

জীবন্ত কবর দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া সেই জনি গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে গর্তে পুঁতে নির্যাতন করে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে পদচ্যুত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকালে খুলনা রয়েল এলাকার আবাসিক হোটেল ‘রোজ গার্ডেন’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজি ও অপকর্মে দলীয় পদ হারানো

আসাদুজ্জামান জনি যশোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় তাকে দলীয় পদ থেকে স্থগিত করে যশোর জেলা বিএনপি। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। তবে তাতেও থামেনি তার চাঁদাবাজি ও নির্যাতনের ঘটনা।

ব্যবসায়ীকে জীবন্ত কবর দিয়ে চাঁদা আদায়

গত বছরের ২ সেপ্টেম্বর ব্যবসায়ী টিপুকে কণা ইকো পার্কে ধরে নিয়ে গিয়ে বুক সমান গর্তে পুঁতে অস্ত্রের মুখে জিম্মি করে জনি ও তার সহযোগীরা কয়েক দফায় ৪ কোটি টাকা আদায় করে। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন অভয়নগর থানায় ও যৌথবাহিনীর ক্যাম্পে অভিযোগ দায়ের করেন।

মামলা, সংবাদ প্রকাশ ও আত্মগোপন
ঘটনার ১১ মাস পর, চলতি বছরের ২ আগস্ট জনি ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়। মামলার দিনই প্রেস ক্লাব দপ্তরিকে বহিষ্কার করে। পরদিন সংবাদ প্রকাশিত হলে জনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং খুলনায় এক বিএনপি নেতার বাসায় আশ্রয় নেন।
গ্রেপ্তার ও তল্লাশি অভিযান

যশোর ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে খুলনা জেলা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনী বৃহস্পতিবার সকালে জনিকে আটক করে। পরে তাকে নিয়ে নওয়াপাড়ায় তার মালিকানাধীন কণা ইকো পার্কসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

উল্লাসে মিষ্টি বিতরণ

জনির আটকের খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়ায় তার চাঁদাবাজির শিকার ব্যবসায়ী ও প্রতিষ্ঠান কর্মচারীরা উল্লাস প্রকাশ করে এবং মিষ্টি বিতরণ করেন। অভয়নগর থানার ওসি আব্দুল আলীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।