Home Uncategorized চাঁদাবাজির অভিযোগ: যুবদল কৃষক দল নেতাদের গণপিটুনি

চাঁদাবাজির অভিযোগ: যুবদল কৃষক দল নেতাদের গণপিটুনি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের নইপাড়া গ্রামে চাঁদা দাবির অভিযোগে যুবদল ও কৃষক দলের তিন নেতাকে আটকে রেখে মারধর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (১৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পর আহত তিন নেতাকে রাত ৯টার দিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

আহতরা হলেন, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন (৪০), সদস্য রোকনুজ্জামান খোকন (৩৮) এবং কৃষক দলের সদস্য সচিব সোবহান আলী (৪২)।

ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রামবাসী ও নারী-পুরুষের একটি দল ওই তিন নেতাকে ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম ও আরব আলী জানান, বিকেলে মোটরসাইকেলে ৮-৯ জন ব্যক্তি এসে স্থানীয় শহিদুল ইসলামের পুকুর খননের কাজে বাধা দেন এবং চাঁদা দাবি করেন। এতে উত্তেজিত জনতা তিনজনকে আটক করে মারধর করে এবং তাদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। বাকিরা পালিয়ে যায়।

তবে ঘটনাটিকে ষড়যন্ত্রমূলক বলছে বিএনপির নেতারা। ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু বলেন, “আমাদের ছেলেরা চাঁদা চায়নি বরং আবাদি জমিতে পুকুর খননের প্রতিবাদ করতে গিয়েছিল। তাদের অন্যায়ভাবে গণপিটুনি দেওয়া হয়েছে।”

সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকারও একই দাবি করেন। তিনি বলেন, “পুকুর খনন সরকারিভাবে নিষিদ্ধ এবং তার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে। এসব কারণেই নেতাকর্মীরা সেখানে গিয়েছিল। চাঁদাবাজির অভিযোগ মিথ্যা।”

জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান সরকার ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, “পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।