Home জাতীয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ১৪৪৭ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এই সভার মাধ্যমে জমাদিউল আউয়াল মাসের সূচনা এবং সংশ্লিষ্ট ইসলামিক কার্যক্রমের ঘোষণা দেওয়া হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করবেন। তিনি জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়ে পর্যালোচনা করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও যদি পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা দ্রুত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে টেলিফোন করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই সভার পর পরই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা জানতে পারবেন, কবে থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু হচ্ছে এবং সেই অনুযায়ী তাদের ধর্মীয় কার্যাদি পালন করতে পারবেন।